খেলা

নয় দলের ছয়ে থাকার লড়াই

স্পোর্টস রিপোর্টার

১৪ মার্চ ২০১৮, বুধবার, ৭:৩০ পূর্বাহ্ন

ঢাকা প্রিমিয়ার ক্রিকেট লীগের প্রথম রাউন্ডের নয় খেলা শেষ। বাকি আর দুই রাউন্ড। এর পরে শুরু হবে সুপার সিঙ পর্ব, যেখানে শীর্ষ ছয় দলের মধ্যে হবে শিরোপা লড়াই। আর নিচের দিকের দলগুলো খেলবে নিচের নামা (রেলিগেশন) ঠেকানোর লড়াইয়ে।শেষ দুই রাউন্ড তাই সব দলের কাছেই গুরুত্বপূর্ণ। আজ শুরু হচ্ছে দশম রাউন্ড।
৯ম রাউন্ড শেষে ১১ দলের মধ্যে ১০ দলেরই সুপার লীগে খেলার সুযোগ রয়েছে। বিশেষ করে আজ যদি শীর্ষে থাকা আবাহনী ফতুল্লা খান সাহব ওসমান আলী স্টেডিয়ামে গাজী গ্রুপ ক্রিকেটার্সের কাছে হেরে যায় তাহলে বড় সুযোগ তৈরী হবে নিচে থাকা দলগুলোর জন্য। ১৪ পয়েন্ট নিয়ে আবাহনীর সুপার লীগ খেলা অনেকটাই নিশ্চিত। তাদের শেষ ম্যাচ শাইনপুকুরের বিপক্ষে। আবাহনীর বি’ টিম হিসেবে পরিচিত দলটি ১০ পয়েন্ট নিয়ে রয়েছে তালিকার চতুর্থ স্থানে। ৮ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে থাকা প্রাইম ব্যাংকের বিপক্ষে মিরপুর শেরে বাংলা মাঠে নামবে শাইপুকুর। প্রাইম ব্যাংকের সুপার লীগ খেলতে হলে শেষ দুই ম্যাচে জিততেই হবে।
অন্যদিকে ১১ পয়েন্ট নিয়ে তালিকার তৃতীয় স্থানে থাকা প্রাইম দোলেশ্বর শেষ দুই ম্যাচে জিতে টপকে যেতে চাইছে আবাহনীকেও। আজ তারা মাঠে নামবে এ আসরের আরেক নবাগত দল অগ্রণী ব্যাংকের বিপক্ষে। শেষ ম্যাচে অগ্রনী ব্যাংক হারিয়েছে ব্রাদার্স ইউনিয়নক। তবে দোলেশ্বরের কোচ মিজানুর রহমান বেশ আত্নবিশ্বাসী। তিনি বলেন, ‘এখন পয়েন্ট তালিকার যে অবস্থা তাতে প্রায় সব দলেরই সুযোগ আছে শীর্ষ ছয়ে উঠে আসার। আবাহনী দুইটি ম্যাচ হারায় এ সুযোগ তৈরী হয়েছে। আমরা এখন চ্যাম্পিয়ন হওয়ার কথা ভাবতেই পারি। তবে আজ বিকেএসপিতে আমাদের ম্যাচ। আমি অগ্রনী ব্যাংক দলকে ছোট করে দেখছিনা। তাদেরও যথেষ্ট সামর্থ্য রয়েছে। শেষ দুটি ম্যাচ আমাদের জিততেই হবে-বাস্তবতা হলো এটাই। দলে পেসার দু’জন ইনজুরিতে। তাই কিছুটা সমস্যা আছে। এর পরও আমি বলবো যে মাঠের লড়াইটাই আসল।’
৯ম রাউন্ড শেষে শীর্ষে থাকা ছয় দল ছাড়াও প্রাইম ব্যাংক, ব্রাদার্স, শেখ জামাল ও গাজী গ্রুপ ক্রিকেটার্সের রয়েছে সুপার লীগে খেলার সুযোগ। পয়েন্ট তালিকার শেষ তিন দল খেলবে রেলিগেশন লীগে। মাত্র ৪ পয়েন্ট নিয়ে তালিকার তলানিতে থাকা কলাবাগান ক্রীড়াচক্রের রেলিগেশন লীগ খেলা অনেকটাই নিশ্চিত। ৬ পয়েন্ট পাওয়া অগ্রণী ব্যাংক শেষ দুই ম্যাচে হেরে গেলে তারাও হবে কলাবাগানের সঙ্গি। তবে ৮ পয়েন্ট নিয়ে তাদের উপরে থাকা চারটি দলের মধ্যে লড়াই হবে নিজেদেরকে রেলিগেশন লীগ খেলা থেকে বাঁচাতে।
নয় রাউন্ড শেষে পয়েন্ট তালিকা
আবাহনী ৯ ৭ ২ ১৪
রূপগঞ্জ ৯ ৬ ৩ ১২
দোলেশ্বর ৯ ৫ ৩ ১১
শাইনপুকুর ৯ ৫ ৪ ১০
খেলাঘর ৯ ৫ ৪ ১০
মোহামেডান ৯ ৪ ৪ ৯
প্রাইম ব্যাংক ৯ ৪ ৫ ৮
ব্রাদার্স ইউ. ৯ ৪ ৫ ৮
শেখ জামাল ৯ ৪ ৫ ৮
গাজী গ্রুপ ৯ ৪ ৫ ৮
অগ্রণী ব্যাংক ৯ ৩ ৬ ৬
কলাবাগান ৯ ৭ ২ ৪
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status