বিনোদন

কাজী হায়াতের হার্টে রিং পরানো হয়েছে

স্টাফ রিপোর্টার

১৩ মার্চ ২০১৮, মঙ্গলবার, ৩:৩২ পূর্বাহ্ন

বিশিষ্ট চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার এবং অভিনেতা কাজী হায়াতের হার্টে সফলভাবে রিং পরানো হয়েছে। কাজী হায়াতের ছেলে কাজী মারুফ আজ তার ফেসবুকে জানান, নিউ ইয়র্কের মাউন্ট সিনাই হাসপাতালে ডা. শর্মার তত্ত্বাবধানে আমার বাবার হার্টে সফলভাবে রিং পরানো হয়েছে। তিনি এখন সুস্থ আছেন। এ সময় তিনি ডা. শর্মাকে ধন্যবাদ জানান। কাজী মারুফ ওই স্ট্যাটাসে ২০০৫ সালে ঢাকায় সফলভাবে ওপেন হার্ট সার্জারি করার জন্য ডা. জাহাঙ্গীর কবিরকেও ধন্যবাদ জানান। উল্লেখ্য, কাজী হায়াত ১৯৭৪ সালে পরিচালক মমতাজ আলীর সঙ্গে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। এবং ১৯৭৬-১৯৭৭ সালে প্রখ্যাত চলচ্চিত্রকার আলমগীর কবিরের সঙ্গে ‘সীমানা পেরিয়ে’ ছবিতেও সহকারী পরিচালক হিসেবে কাজ করেছেন। ১৯৭৯ সালে ‘দি ফাদার’ ছবিটি পরিচালনার মধ্যে দিয়ে পূর্ণ পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। কাজী হায়াত তার বেশিরভাগ ছবিতে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা ও সমসাময়িক জনদুর্ভোগের চিত্র তুলে ধরেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status