ভারত

ত্রিপুরায় পরিবর্তন অসম্ভব নয়: সমীক্ষা

কলকাতা প্রতিনিধি

২৮ ফেব্রুয়ারি ২০১৮, বুধবার, ১১:২৮ পূর্বাহ্ন

সব নির্বাচনের পরে যেমন বুথ ফেরত সমীক্ষা হয়, ত্রিপুরার নির্বাচনের পরেও এমন সমীক্ষায় উঠে এসেছে পরিবর্তন অসম্ভব নয়। উত্তরপূর্বের তিন রাজ্য ত্রিপুরা, মেঘালয় ও নাগাল্যান্ডে এবার বিজেপি জোটের উত্থানের আভাস ধরা পড়েছে। তবে তিন রাজ্যের মধ্যে ত্রিপুরার ভোট নিয়েই ছিল বিশেষ উন্মাদনা। বিজেপি সর্বশক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ে ছিল বাম সরকারকে হারানোর স্বপ্ন নিয়ে। সি ভোটার-এবিপি আনন্দের বুথফেরত সমীক্ষায় বলা হয়েছে, দীর্ঘ ২৫ বছরের বামফ্রন্ট সরকার আরও পাঁচ বছর অব্যাহত থাকতে পারে। আবার এমন ইঙ্গিতও রয়েছে যে,  বিজেপি-আইপিএফটি জোট সামান্য ব্যবধানে ক্ষমতায় আসতেও পারে। বুথফেরত সমীক্ষা অনুযায়ী, গত বারের ৫০ থেকে বামফ্রন্ট এ বার নেমে আসতে পারে ২৬-৩৪ আসনে। গত বিধানসভার তুলনায় তাদের ভোট কমতে পারে ৩.৮%। অন্যদিকে বিজেপি-র ভোট পাঁচ বছর আগের ১.৫% থেকে বৃদ্ধি পেয়ে হতে পারে ৪২.৮%। আসনের হিসেবে যা হতে পারে  ২৪ থেকে ৩২। তবে অন্য দুটি সমীক্ষা নিশ্চিতভাবে জানিয়েছে, বিজেপি ত্রিপুরাতে ক্ষমতায় আসছে। এক্সিস মাই ইন্ডিয়া-নিউজ ২৪ সমীক্ষার মতে, বিজেপি ত্রিপুরায় ৬০ আসনের বিধানসভায়  ৪৫-৫০ আসন পেতে পারে। আর নিউজ এক্স সমীক্ষা অনুযায়ী, বিজেপির আসন হতে পারে ৩৫-৪৫। অন্যদিকে, মেঘালয়ের সরকারও কংগ্রেসের হাত থেকে যেতে চলেছে বিজেপি-এনপিপি জোটের দিকে। আর নাগাল্যান্ডে ক্ষমতাসীন এনপিএফ একক সংখ্যাগরিষ্ঠ দল হলেও সরকার গড়ার নির্ণায়ক হতে পারে বিজেপি এবং এনডিপিপি জোট। তবে ৩রা মার্চ জানা যাবে আসল সত্য। ওইদিনই ফল বেরুবে তিন রাজ্যের। অবশ্য এই সব বুথফেরত সমীক্ষার সঙ্গে অধিকাংশ সময়ই বাস্তবের ফল মেলে না।

[এফএম]
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status