প্রথম পাতা

অর্থমন্ত্রীর ঘোষণায় ‘উজ্জীবিত’ ছহুল

ওয়েছ খছরু, সিলেট থেকে

২৫ ফেব্রুয়ারি ২০১৮, রবিবার, ৯:৫১ পূর্বাহ্ন

অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের ঘোষণায় উজ্জীবিত সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন। সিলেটে গিয়ে স্বজনদের  কাছে দ্রুতই রাজনীতিতে নামার ইঙ্গিত দিয়েছেন। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে তিনি দেখা করবেন বলেও জানিয়েছেন। সিলেট-১ আসন থেকে আওয়ামী লীগের টিকিট নিয়ে নির্বাচন করতে চান সাবেক এ নির্বাচন কমিশনার। আইন পেশায় দীর্ঘদিন কাটিয়েছেন। ২০০৮ সালে তত্ত্বাবধায়ক সরকারের সময় তিনি নির্বাচন কমিশনার ছিলেন। এরপর বর্তমান সরকারের শাসনের শুরুতে তিনি অবসর গ্রহণ করেন। এখনো অন্তরালে ছহুল হোসাইন। একান্তই পরিবারের গণ্ডি ছাড়া কারো সঙ্গে তেমন মিশছেন না। রাজনীতি নিয়ে প্রকাশ্যে আসেননি, কিংবা কথাও বলেননি। তবে, নিজ শহরে যখনই আসেন তখন সিলেট আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে তার কোনো না কোনোভাবে দেখা হয়। এবার মাত্র দুই দিনের জন্য সিলেটে এসেছিলেন ছহুল হোসাইন। ঢাকায় ফিরে গেছেন শুক্রবার বিকালে। এই সময়ের মধ্যে তার সঙ্গে সিলেট আওয়ামী লীগের নেতাদের আনুষ্ঠানিক কোনো কথা হয়নি। তবে, দেখা হয়েছে। সামাজিক অনুষ্ঠানে এক সঙ্গে বসে আলাপও করেছেন। সিলেট মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক ও সাবেক কাউন্সিলর ফয়জুল আনোয়ার আলাওর মানবজমিনকে জানিয়েছেন, এতদিন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে নিয়ে দ্বিধাদ্বন্দ্বে ছিলেন ছহুল হোসাইন। সম্প্রতি অর্থমন্ত্রী অবসরের ঘোষণা দেয়ায় উজ্জীবিত হয়েছেন তিনি। এখন নির্বাচনের মাধ্যমে রাজনীতিতে নামার ইচ্ছা প্রবল হয়েছে তার। আলাওর জানান, ছহুল হোসাইন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার সঙ্গে দ্রুত দেখা করবেন বলে জানিয়েছেন। আলোচনা ফলপ্রসূ হলে সিলেট-১ আসনে নির্বাচনকে সামনে রেখে আওয়ামী রাজনীতিতে অভিষিক্ত হতে পারেন বলে জানান তিনি। পারিবারিক সূত্র জানিয়েছে, ছহুল হোসাইন গত বৃহস্পতিবার তার ভাতিজার কন্যার আকদ অনুষ্ঠানে হোটেল নির্বানা ইনে গিয়েছিলেন। ওই অনুষ্ঠানের দাওয়াতি ছিলেন সিলেট-১ আসনের প্রার্থী হওয়ার আরেক দাবিদার সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদসহ সিনিয়র নেতারা। তারা ছহুল হোসাইনকে অনুষ্ঠানে পেয়ে কুশল বিনিময় করেছেন। একান্তই পারিবারিক আলোচনা ছাড়া রাজনীতি নিয়ে তেমন কোনো আলোচনা হয়নি বলে জানান আওয়ামী লীগ নেতারা। এ ছাড়া ছহুল হোসাইন সিলেটের এক যুবলীগ নেতার ভাইয়ের বিয়ের অনুষ্ঠানে যোগ দেন। সিলেট-১ আসনটি মর্যাদাপূর্ণ আসন। এ আসনে আওয়ামী লীগের হয়ে নেতৃত্ব দিয়েছেন প্রয়াত স্পিকার হুমায়ূন রশীদ চৌধুরীও। বর্তমানে এ আসনের এমপি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। তিনি টানা ৯ বছর ধরে অর্থমন্ত্রীর দায়িত্বে রয়েছেন। এ আসনে তার অনুজ জাতিসংঘ মিশনে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ড.এ কে আব্দুল মোমেন কাজ করছেন। ইতিমধ্যে ড. মোমেন আওয়ামী লীগের রাজনীতিতে অভিষিক্ত হয়ে ভাইয়ের সঙ্গে উন্নয়ন কর্মকাণ্ডে ভূমিকা রাখছেন। পাশাপাশি এ আসনে সাবেক মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, বাংলাদেশ ব্যাংকের সাবেক গর্ভনর ড. মোহাম্মদ ফরাসউদ্দিনের নাম শোনা যাচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status