শেষের পাতা

যাত্রাবাড়ী আইডিয়াল স্কুল

যৌন নিপীড়ন: শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ

স্টাফ রিপোর্টার

২৫ ফেব্রুয়ারি ২০১৮, রবিবার, ৯:৪৪ পূর্বাহ্ন

রাজধানীর যাত্রাবাড়ী আইডিয়াল স্কুলের শিক্ষার্থীরা যৌন নিপীড়নের ঘটনায় অভিযুক্ত শিক্ষকের শাস্তির দাবিতে বিক্ষোভ করেছে। তারা ওই শিক্ষককে স্কুল থেকে বাদ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানিয়েছে। তাদের দাবি না মানলে স্কুলে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকার হুমকিও দিয়েছে তারা। গতকাল দুপুরে এ ঘটনা ঘটে।

গত ২০শে ফেব্রুয়ারি স্কুলের শিক্ষক আইয়ুব খান ওই প্রতিষ্ঠানের এক শিক্ষার্থীর পড়ার গ্যাপ পূরণের জন্য তার বাসায় ডেকে নেয়। সকালে ওই শিক্ষার্থী তার বাসায় গেলে তাকে কুপ্রস্তাব দেয়া হয়। তার শরীরে হাত দিলে সে প্রতিবাদ করে। তাকে জোর করে ধর্ষণের চেষ্টা করে ওই শিক্ষক। সে চিৎকার করার চেষ্টা করলে বিষয়টি কাউকে না জানানোর জন্য ভয়ভীতি দেখানো হয়। এরপর ওই শিক্ষার্থী বাসায় এসে তার মা ও বাবাকে বিষয়টি জানায়।

সূত্র জানায়, পরে পরিবারের পক্ষ থেকে যাত্রাবাড়ী থানায় একটি মামলা করা হয়। মামলার পর পুলিশ অভিযান চালিয়ে ওই শিক্ষককে আটক করে। পুলিশ জানিয়েছে, ওই শিক্ষক বর্তমানে জেল হাজতে আছেন। এদিকে, গতকাল দুপুর সাড়ে ১২টার দিকে ওই স্কুলের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী ক্লাস থেকে বের হয়ে বিক্ষোভ প্রদর্শন করে। তারা ওই শিক্ষকের শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দিতে থাকে। শিক্ষার্থীরা অবিলম্বে ওই শিক্ষককে স্কুল থেকে বাদ দেয়ার দাবি জানায়।

স্কুলের নবম শ্রেণির শিক্ষার্থী আরিফুল হাসান জানায়, পাঁচ দিন আগের ঘটনায় এখনো ওই শিক্ষকের বিরুদ্ধে স্কুলের পক্ষ থেকে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হয়নি। আমরা তাকে অবিলম্বে বাদ দেয়ার দাবি জানাচ্ছি। নইলে কঠোর আন্দোলন গড়ে তুলবো। তৃষা নামে আরেক শিক্ষার্থী জানান, নিপীড়নের জন্য দায়ী ওই শিক্ষক একজন কলঙ্কিত শিক্ষক। তার হাতে আমরা কেউ নিরাপদ নই। তাকে আনুষ্ঠানিকভাবে বাদ দেয়া  হোক। আমরা তাকে এই স্কুলে আর দেখতে চাই না। তাকে বাদ না দিলে আমরা স্কুলে ধর্মঘট ডাকবো। পরে স্কুলের মাঠে সমবেত শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কাছে গিয়ে তাদের দাবি জানান। প্রধান শিক্ষক তাদের দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে তারা প্রতিষ্ঠান থেকে বাড়ি চলে যায়। এদিকে, শিক্ষার্থীদের বিক্ষোভের কথা শুনে ঘটনাস্থলে উপস্থিত হয় যাত্রাবাড়ী থানা পুলিশ। তারা গেটে অবস্থান নেন। অপ্রীতিকর অবস্থা এড়াতে পুলিশ শিক্ষার্থীদের রাস্তায় নামতে দেননি। যাত্রাবাড়ী থানার ওসি আনিসুর রহমান বিশ্বাস গতকাল দুপুরে মানবজমিনকে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়। শিক্ষার্থীরা তাদের দাবি প্রধান শিক্ষকের কাছে জমা দিয়ে চলে গেছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status