অনলাইন

বিএনপির কর্মসূচিতে হামলা ও গ্রেপ্তারের প্রতিবাদ জানিয়েছে ঢাবি শিক্ষকরা

স্টাফ রিপোর্টার

২৪ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার, ৬:১১ পূর্বাহ্ন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে বিএনপি আয়োজিত কালো পতাকা প্রদর্শনের কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএনপি-জামায়াত সমর্থিত শিক্ষকদের সংগঠন সাদা দল। আজ শনিবার বিকেলে সংগঠনের আহ্বায়ক অধ্যাপক ড. আখতার হোসেন খান স্বাক্ষরিত এক বিবৃতিতে এ প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে শিক্ষকরা বলেন, সম্পূর্ণ শান্তিপূর্ণ কর্মসূচিতে বিনা উস্কানিতে জলকামান ব্যবহার, নেতাকর্মীদের লাঠিপেটা এবং গ্রেপ্তার করার ঘটনায় আমরা তীব্র প্রতিবাদ ও নিন্দা জানাচ্ছি। গণতান্ত্রিক সমাজ ব্যবস্থায় যেকোন নাগরিকের শান্তিপূর্ণ প্রতিবাদ করার অধিকার রয়েছে। এই প্রতিবাদ করতে গিয়ে আক্রমণের শিকার হওয়াটা অত্যন্ত দুঃখজনক। সভ্য সমাজে এ ধরনের নিবর্তনমূলক কর্মকা- চিন্তাও করা যায় না। তারা আরো বলেন, সরকারের এ ধরনের অসহিষ্ণু আচরণ কেবল সংঘাতকেই উসকে দেবে না বরং দেশকে একটি অস্থিতিশীল পরিস্থিতির দিকে ঠেলে দেবে। তাই দেশের সচেতন নাগরিক হিসেবে আমরা এ ধরনের কর্মকা-ে উদ্বিগ্ন এবং শংকিত। এসময় শিক্ষকরা খালেদা জিয়াসহ গ্রেপ্তারকৃত সকল নেতাকর্মীর মুক্তির দাবি জানান। বিবৃতিতে আরো স্বাক্ষর করেন অধ্যাপক ড. মো. আবদুর রশীদ, অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান,  অধ্যাপক  ড. সদরুল আমিন, অধ্যাপক ড. মো. সিরাজুল ইসলাম, অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম,  অধ্যাপক মো. লুৎফর রহমান, অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান, অধ্যাপক ড. মো. আবুল কালাম সরকার, অধ্যাপক ড. দিলীপ কুমার বড়–য়া, অধ্যাপক ড. মো. মোশাররফ হোসাইন ভূঁইয়া, অধ্যাপক ড. মোঃ এমরান কাইয়ুম, অধ্যাপক ড. দিল রওশন জিন্নাত আরা নাজনীন, অধ্যাপক ড. মোহাম্মদ আলমোজাদ্দেদী আলফেছানী, অধ্যাপক মো. মাহফুজুল হক, অধ্যাপক ড. মো. আসলাম হোসেন, অধ্যাপক ড. মো. গোলাম রব্বানী, অধ্যাপক ড. লায়লা নূর ইসলাম, অধ্যাপক ড. মামুন আহমেদ, অধ্যাপক ড. মো. আনোয়ারুল ইসলাম, অধ্যাপক ড. নুরুল আমিন, অধ্যাপক ড. কামরুজ্জামান, অধ্যাপক ড. মো. এনামুল হক, অধ্যাপক মো. আতাউর রহমান বিশ্বাস, অধ্যাপক ড. মো. মোজাম্মেল হক, অধ্যাপক আ কা ফিরোজ আহমদ, সহযোগী অধ্যাপক ইসরাফিল প্রামাণিক প্রমুখ।

[এফএম]
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status