বিশ্বজমিন

মালয়েশিয়ায় মারামারি: ১০ বাংলাদেশী শ্রমিকসহ আটক ১৭

মানবজমিন ডেস্ক

২৪ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার, ১২:৩০ অপরাহ্ন

প্রতীকী ছবি

মালয়েশিয়ায় মারামারি করেছেন বাংলাদেশী ও ইন্দোনেশিয়ার শ্রমিকরা। তামান লতাত বুকিত জলিল এলাকায় একটি নির্মাণ প্রতিষ্ঠানে তাদের মধ্যে এই মারামারির পর পুলিশ আটক করেছে ১০ বাংলাদেশী ও ৭ ইন্দোনেশিয়ান শ্রমিককে। কুয়ালালামপুর সিআইডি প্রধান সিনিয়র অ্যাসিসট্যান্ট কমান্ডার রুশদি মো. ইসা বলেছেন, ১০ই ফেব্রুয়ারি স্থানীয় সময় রাত ১২টা ৬ মিনিটে ওই শ্রমিকরা মারামারিতে লিপ্ত হন। এ সময় কারো কারো হাতে ছিল চাপাতি। এতে তিন বাংলাদেশী ও একজন ইন্দোনেশিয়ান শ্রমিক আহত হয়েছেন। নির্মাণ প্রতিষ্ঠানে কাজে যোগ দেয়ার জন্য দুই দেশের শ্রমিকরা এলিভেটর ব্যবহার নিয়ে এ মারামারির সূত্রপাত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status