অনলাইন

বিএনপির কালো পতাকা প্রদর্শনে পুলিশের জলকামান, ব্যাপক ধরপাকড়

স্টাফ রিপোর্টার

২৪ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার, ১১:২৪ পূর্বাহ্ন

পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে কালো পতাকা প্রদর্শনে অংশ নিতে এলে ব্যাপক ধরপাকড়ের ঘটনা ঘটেছে। আজ সকাল দশটার দিকে রাজধানীর নয়পল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করেছে পুলিশ। এ সময় জলকামান থেকে গরম পানিও ছোঁড়া হয়।


বিএনপির নেতাকর্মীরা জানান, সকাল ১০টার দিকে কার্যালয়ের সামনে তারা অবস্থান নিয়েছিলেন। কালো পতাকা প্রদর্শনের জন্যও প্রস্তুতি নিয়েছেন। কিন্তু পুলিশ আকস্মিক জলকামান থেকেম গরম পানি ছোঁড়া শুরু করে। সকাল ১০টা ২০মিনিটের কিছু পরে বিএনপির কেন্দ্রীয় নেতা মোস্তাফিজুর রহমান বাবুলসহ  অর্ধশতাধিক নেতাকর্মীকে আটক করে পুলিশ।
এদিকে সকাল থেকে পুলিশ বিএনপির কার্যালয়ের সামনে জলকামান, প্রিজনভ্যান নিয়ে অবস্থান নিয়েছে বলেও জানিয়েছে দলটি। সে সঙ্গে অতিরিক্ত পুলিশ সদস্যও মোতায়েন করা হয়েছে সেখানে।  
প্রসঙ্গত গত ৮ই ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দুর্নীতি মামলার রায়ে সাজার পর বিভিন্ন কর্মসূচি পালন করে আসছে দলটি। সেই ধারাবাহিকতায় আজ সারাদেশে কালো পতাকা প্রদর্শন করছে তারা।
[কাফি/এমকে]
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status