শেষের পাতা

৫ মোটরসাইকেলে আগুন ১০ দোকান লুট, আহত ২৫

রূপগঞ্জে দেলু বাহিনীর তাণ্ডব

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

২৪ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার, ৯:৩৪ পূর্বাহ্ন

 রূপগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ভোলাব ইউনিয়নের আতলাপুর বাজারে তাণ্ডব চালিয়েছে পার্শ্ববর্তী পলাশ থানার যুবলীগ নেতা দেলু ও তার বাহিনীর লোকেরা। দেশীয় ও আগ্নেয়াস্ত্রে সজ্জিত হয়ে এরা বসতবাড়িসহ বাজারের অন্তত ১০টি দোকানে লুটপাট করেছে। এ সময় তারা প্রকাশ্যে গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক তৈরি করে। তাদের বাধা দেয়ার চেষ্টা করলে মুক্তিযোদ্ধাসহ অন্তত ২৫ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে তারা। লুটপাট করে ২০ লাখ টাকার মালামাল। পরে আশপাশের ৪/৫ গ্রামের লোকজন জড়ো হয়ে   
তাদের ধাওয়া করলে হামলাকারীরা ৯টি মোটরসাইকেল রেখে পালিয়ে যায়। বিক্ষুব্ধ এলাকাবাসী পাঁচটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়। বৃহস্পতিবার রাতে উপজেলার ভোলাব ইউনিয়নের আতলাপুর বাজারে এই ঘটনা ঘটে।
স্থানীয় প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে রূপগঞ্জ থানার পার্শ্ববর্তী পলাশ থানাধীন ডাঙ্গা ইউনিয়ন যুবলীগের সভাপতি ও পলাশ থানার শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার হোসেন দেলু একটি প্রাইভেটকার যোগে আতলাপুর বাজারের  ওপর দিয়ে ডাঙ্গা যাচ্ছিলেন। এ সময় বাজারে তার প্রাইভেটকারের সঙ্গে একটি রিকশার ধাক্কা লাগে। এতে সে ও গাড়ির ড্রাইভার রিকশাচালক আবুল হোসেনকে চরথাপ্পড় মারে। এ সময় ভোলাব ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রাজু প্রধানের ভাগ্নে ও স্থানীয় কুড়িআইল এলাকার শাকিল নামে এক যুবক প্রতিবাদ করে। এতে ক্ষিপ্ত হয়ে মোবাইল ফোনে তার লোকজনকে ডাকতে শুরু করে দেলু। এদিকে এ ঘটনা শোনার পর ভোলাব ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রাজু প্রধান দেলোয়ার হোসেন দেলুকে শান্ত হবার কথা বলে। এমনকি  রাজু তার অফিসে বসে ঘটনাটি সমাধানের চেষ্টা করে। কিন্তু ততক্ষণে দেলু তার সন্ত্রাসী বাহিনী এনে আতলাপুর বাজারে পিস্তল দিয়ে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুড়ে এলাকায় আতঙ্ক তৈরি করে। মুহূর্তে হাটের লোকজন ফাঁকা হয়ে যায়। পরে কয়েকটি বাস প্রাইভেটকার ও অর্ধশতাধিক মোটরসাইকেল নিয়ে দেলুর লোকজন পুরো এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। এ সময় তারা যাকেই সামনে পেয়েছে তাকেই পিটিয়ে ও কুপিয়ে জখম করেছে। হামলাকারীরা আতলাপুর এলাকার আজু প্রধানের বাড়িসহ নবী হোসেনের রেস্টুরেন্ট, মুসার হার্ডওয়ারের দোকান, রবিউলের পাইকারি মুদিখানা, কামরুলের কনফেকশনারি, মনির ও রাজুর ইলেকট্রনিক্সের দোকানে হামলা ভাঙচুর ও লুটপাট করে নগদ টাকাসহ অন্তত ২০ লাখ টাকার মালামাল লুটে নেয়। হামলাকারীরা মুক্তিযোদ্ধা আজু প্রধান, তার স্ত্রী মাজিদা বেগম, ভোলাব ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি রাজু প্রধান, রাসেল, মোমেন মিয়া, রুবেল রানা, রফিকুল ইসলাম, রিফাত হোসেন, সামসুল ইসলাম, সাদিকুর রহমান, লুৎফর রহমান, শাকিল, জামান মিয়া, মামুন হোসেন, দেলোয়ার হোসেন, ইব্রাহিম ও কাইয়ুমসহ অনস্তত ২৫ জনকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। একপর্যায়ে আতলাপুর, পাইসকা, বাসুন্দা, কুড়িআইল এলাকার লোকজন জড়ো হয়ে হামলাকারীদের ধাওয়া করলে তারা ফাঁকা গুলি ছুড়ে এলাকা থেকে চলে যায়। এ সময় তারা তাদের ৯টি মোটরসাইকেল রাস্তায় রেখে পালিয়ে গেলে বিক্ষুব্ধ এলাকাবাসী পাঁচটি মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেয়।
এ ব্যাপারে ভোলাব পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর সেলিম মিয়া বলেন, বাজারে হামলার কথা শুনে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে যায়। পুলিশ উভয়পক্ষকে নিবৃত্ত করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। বর্তমানে এলাকা স্বাভাবিক আছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status