বাংলারজমিন

নড়াইলে একের পর এক ইউপি চেয়ারম্যান হত্যা, আতঙ্ক

হুমায়ুন কবীর রিন্টু, নড়াইল থেকে

২৪ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার, ৯:৩০ পূর্বাহ্ন

একের পর এক ইউপি চেয়ারম্যান হত্যার ঘটনায় উদ্বিগ্ন নড়াইলের চেয়ারম্যানরা। অল্প সময়ের মধ্যে নড়াইলে খুন হয়েছেন দু’জন ইউপি চেয়ারম্যান। এ দু’টি হত্যাকাণ্ডের মধ্যে বেশ মিল রয়েছে। যে দু’জন চেয়ারম্যান হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, তারা দুজনই আওয়ামী লীগ নেতা। দলীয় মনোনয়ন না পেয়ে তারা বিদ্রোহী প্রার্থী হিসেবে স্বতন্ত্র নির্বাচন করে বিজয়ী হন। তারা দু’জনই বিএনপি থেকে আওয়ামী লীগে আসা। দু’জনই পরিকল্পিত হত্যাকাণ্ডের শিকার। অনুসন্ধানে জানা যায়, এ দু’জন চেয়ারম্যান কয়েক বছর আগে আওয়ামী লীগে যোগ দেন। অল্প সময়ের মধ্যে দলীয় প্রতিপক্ষদের সঙ্গে দ্বন্দ্ব চরমে ওঠে। বিশেষ করে ইউপি নির্বাচনের আগে এ দ্বন্দ্ব তীব্রতর হয়। প্রার্থিতা ঘোষণা দিলে এলাকার দলীয় ও সাধারণ মানুষের মধ্যে বিভাজন সৃষ্টি হয়। অবশ্য এসব নেতাদের সমর্থন করা নিয়ে নিজ নিজ এলাকার নেতা-কর্মীদের মধ্যে চরম উত্তেজনার সৃষ্টি হয়। এ দ’ুটি ইউপি নির্বাচনকে ঘিরে স্থানীয় দলীয় নেতাকর্মী ছাড়াও সন্ত্রাসীদের আনাগোনা ছিল চোখে পড়ার মতো। বাইরে থেকে ভাড়াটে সন্ত্রাসী এনে নির্বাচনী প্রচারণা চালানোরও অভিযোগ রয়েছে। যাই হোক নির্বাচন পরবর্তী সময়ে দু’একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া তেমন কোন সহিংসতার খবর শোনা যায়নি। তবে নির্বাচন পরবর্তী সময়ে প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও প্রতিপক্ষদের সঙ্গ দ্বন্দ্ব ফ্যাসাদ চলে আসছে। বিভিন্ন সময় মহড়া ও পাল্টা মহড়া দেয়ার কথাও শোনা গেছে। এরই ধারাবাহিকতায় ও ছোটখাটো হামলা মামলার এবং ক্ষয়ক্ষতির শিকার হয়ে অনেকে এলাকা ছেড়েছেন। এভাবেই চলে আসছিলো এ দুটি ইউনিয়নের বাসিন্দাদের জীবনযাত্রা। এরই মধ্যে গত ১৫ ফেব্রুয়ারি খুন হন দিঘলিয়া ইউপি চেয়ারম্যান লতিফুর রহমান পলাশ। তিনি লোহাগড়া উপজেলা আ.লীগের শ্রম বিষয়ক সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। এলাকার আধিপত্য বিস্তার নিয়ে একাধিক গ্রুপের সাথে ইউপি চেয়ারম্যান পলাশের দ্বন্দ্ব চলে আসছিল।  গত ইউপি নির্বাচনকে কেন্দ্র করে প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগ দলীয় প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ ও সতন্ত্র প্রার্থী ইমতিয়াজ আহমেদ মাসুমের সাথে তার চরম দ্বন্দ্ব হয়। এক সময় এ দ্বন্দ্ব প্রকাশ্যে রূপ নেয়। নির্বাচনের আগে ও পরে একাধিকবার ওই সব গ্রুপের সাথে তার কর্মী-সমর্থকরা একাধিকবার মুখোমুখি সংঘর্ষ হয়। এরই মধ্যে গত ১৫ ফেব্রুয়ারি দুপুরে লোহাগড়া উপজেলার দিঘলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা লতিফুর রহমান পলাশ (৪৮) খুন হন। তাকে লোহাগড়া উপজেলা পরিষদ চত্বরে প্রকাশ্যে গুলি করে এবং কুপিয়ে হত্যা করে দুর্বত্তরা। এ হত্যাকণ্ডের ঘটনায় নিহতের বড়ভাই জেলা পরিষদ সদস্য সাইফুর রহমান হিলু লোহাগড়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এ মামলার আসামিরা হলেন জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শরীফ মনিরুজ্জামান মনি, আওয়ামী লীগ নেতা শেখ মাসুদজ্জামান মাসুদ, দিঘলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান ইমতিয়াজ আহম্মেদ মাসুম, দিঘলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি স ম ওহিদুর রহমান, মনিরুজ্জামানের ভাই শরীফ বাকি বিল্লাহ, সোহেল খান, শেখ বনিরুল ইসলাম বনি, শেখ কটো, হেদায়েত আলী হোসেনসহ ১৫ জন। পুলিশ ১৭ ফেব্রুয়ারি রাতে ঢাকার একটি আবাসিক হোটেল থেকে এ মামলার প্রধান আসামি শরীফ মনিরুজ্জামান মনিকে গ্রেফতার করে। তার ভাই শরীফ বাকিবিল্লাহ আগেই পুলিশের হাতে আটক হন। অন্য আসামিরা রয়েছেন পলাতক। এ হত্যাকাণ্ডের ঘটনা, মামলা ও আসামিদের নিয়ে চলছে নানামুখী সমালোচনা।
অপরদিকে নড়াইলের কালিয়া উপজেলার হামিদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাহিদ হোসেন মোল্যাকে (৪৮) গত ২৫শে আগস্ট গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় নাহিদ মোল্যা সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। এ হত্যাকাণ্ডের ঘটনায় নিহত নাহিদের স্ত্রী পলি বেগম বাদী হয়ে মামলা করেন। মামলায় প্রতিপক্ষ প্রতিদ্বন্দ্বী চেয়ারম্যান প্রার্থী গোলাম মোহম্মদকে প্রধান আসামি করা হয়। নাহিদ মোল্যার মৃত্যুতে চেয়ারম্যানের পদটি শূন্য হয়। উপনির্বাচনে নিহত নাহিদ মোল্যার স্ত্রী পলি বেগম নৌকা প্রতীক নিয়ে নির্বাচিত হন। তার বিপক্ষে একমাত্র প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিলেন স্বামী হত্যা মামলার প্রধান আসামি সাবেক ইউপি চেয়ারম্যান গোলাম মোহাম্মদ। আত্মগোপনে থেকে নৌকা মার্কার বিপক্ষে নির্বাচনে অংশ নিয়ে হেরে গিয়ে অন্তরালেই রয়ে গেছেন গোলাম মোহাম্মদ। এ হত্যা মামলাটিও চলমান। নড়াইল শহরসহ জেলার প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এ দুটি হত্যাকাণ্ড ব্যাপক আলোচিত। এ দ’ুটি ঘটনার পর থেকে জেলার অন্যান্য চেয়ারম্যান ও পরে যারা চেয়ারম্যান হতে চান তাদের মধ্যে অজানা আতঙ্ক বিরাজ করছে। সহসা কোনো চেয়ারম্যান একাকী বা সাধারণভাবে চলাচল করতে চাচ্ছেন না। মনের মধ্যে ভয় ও আতঙ্ক নিয়ে জীবনযাপন করছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status