বাংলারজমিন

মৌলভীবাজার গ্যাস সঞ্চালন লাইনে আগুন

স্টাফ রিপোর্টার, মৌলভীবাজার থেকে

২৪ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার, ৯:২৭ পূর্বাহ্ন

মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল-সিলেট সড়কস্থ কুদালিছড়া ব্রিজের পাশ দিয়ে বয়ে যাওয়া গ্যাস সঞ্চালন লাইনে ছিদ্র হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কিভাবে পাইপ লাইন থেকে গ্যাস বের হয়ে আগুনের সূত্রপাত হয়েছে এ বিষয়টি কেউ স্পষ্ট করে বলতে পারেননি। গতকাল রাত  সাড়ে ১১টার দিকে মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল সড়কের কুদালিছড়া ব্রিজের নিচে গ্যাস সঞ্চালন মেইন লাইনে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে। এ সময় আশে পাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রথমে ফায়ার সার্ভিসের গাড়িতে পানি কম থাকায় আগুন নেভাতে বেগ পেতে হয়। পরে পানি ভর্তি করে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে। এর আগে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষ তাদের গ্যাস লাইন বন্ধ করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক রাধাপদ দেব সজল। স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, জালালাবাদ গ্যাস অফিসের ১শ’ গজের মধ্যে দীর্ঘদিন থেকে গ্যাসের পাইপলাইন লিকেজ হয়ে গ্যাস নির্গত হতে থাকে। এ বিষয়ে জালালাবাদ গ্যাস কর্তৃপক্ষকে মৌখিকভাবে স্থানীয়রা জানালে তারা লিখিতভাবে জানানোর কথা বলে কোন পদক্ষেপ নেয়নি। জালালাবাদ গ্যাস অফিসের চরম গাফলাতির কারণে এ দুর্ঘটনা ঘটে। তবে বড় ধরনের কোন দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে এলাকাবাসী। মৌলভীবাজার মডেল থানার উপ-পরিদর্শক মো. আব্দুল মালেক জানান, গ্যাসের পাইপ লাইন ছিদ্র থাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status