এক্সক্লুসিভ

মিয়ানমারের জেনারেলদের ওপর নিষেধাজ্ঞা দিতে পারে ইইউ

মানবজমিন ডেস্ক

২৪ ফেব্রুয়ারি ২০১৮, শনিবার, ৮:২৮ পূর্বাহ্ন

রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতন চালানোর দায়ে মিয়ানমার সেনাবাহিনীর জেনারেলদের ওপর নিষেধাজ্ঞা দেয়ার প্রস্তুতি নিচ্ছে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ)। এজন্য  আগামী সপ্তাহে ইইউ’র পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেডেরিকা মোঘেরিনিকে তালিকা প্রস্তুত করতে বলা  হবে। দু’জন কূটনীতিকের উদ্ধৃতি দিয়ে এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। খবরে বলা হয়, ইইউ বার্মিজ জেনারেলদের ওপর নতুন কোনো ভ্রমণ নিষেধাজ্ঞা দিলে বা তাদের সম্পদ জব্দ করার সিদ্ধান্ত নিলে তা হবে আঞ্চলিক জোটটির পক্ষ থেকে নেয়া সবচেয়ে কঠোর পদক্ষেপ। ইতিমধ্যেই মিয়ানমারের জেনারেলদের ওপর এই শাস্তি আরোপ করেছে যুক্তরাষ্ট্র ও কানাডা। রয়টার্সকে একটি সূত্র জানিয়েছে, মিয়ানমার সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর শাস্তিমূলক পদক্ষেপ নেয়ার জন্য দ্রুতই পররাষ্ট্র বিষয়ক প্রধান ফেডেরিকা মোঘেরিনিকে বলা হবে। সোমবার ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে বসার কথা রয়েছে। ধারণা করা হচ্ছে, বৈঠকে মিয়ানমারের ওপর ১৯৯০ সালে আরোপিত ইইউ’র অস্ত্র নিষেধাজ্ঞা আরো জোরদার করার জন্য মোঘেরিনির প্রতি আহ্বান জানাবেন ইউরোপের পররাষ্ট্রমন্ত্রীরা। পাশাপাশি মিয়ানমারে আটক রয়টার্সের সাংবাদিকদের মুক্তির আহ্বান জানাবেন তারা।
খবরে বলা হয়, নিষেধাজ্ঞা আরোপ করার জন্য নির্দিষ্টভাবে কোনো জেনারেলের নাম এখনো আলোচনায় আসেনি। তবে নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রে ইইউ সাধারণত ওয়াশিংটনকে অনুসরণ করে। আর ওয়াশিংটন গত ডিসেম্বরে রাখাইনে সহিংসতা সৃষ্টির দায়ে মিয়ানমারের মেজর জেনারেল মং মং সো-এর ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এই বিষয়ে মিয়ানমার সেনাবাহিনীর মুখপাত্র মেজর জেনারেল তুন তুন নি’র সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করেননি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status