খেলা

অনুশীলন শুরু সাকিবের

স্পোর্টস রিপোর্টার

২৩ ফেব্রুয়ারি ২০১৮, শুক্রবার, ৯:৫৬ পূর্বাহ্ন

অনুশীলন শুরু করেছেন সাকিব আল হাসান। চোট থেকে সেরে উঠে গতকাল মিরপুর শেরেবাংলায় জিমে ও একাডেমির মাঠে তিনি অনুশীলন করেন। শুরুতেই একাডেমির মাঠে রানিং শেষে বেশ কিছুক্ষণ জিমে কাটান বিশ্বসেরা এ অলরাউন্ডার। ২২শে জানুয়ারি ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ফিল্ডিংয়ের সময় হাতের আঙুলে আঘাত পান সাকিব আল হাসান। এরপর মাঠ ছেড়ে বের হয়ে ফিরতে পারেননি। তার পরিবর্তে টেস্ট ও ওয়ানডে সিরিজের নেতৃত্ব দেন মাহমুদুল্লাহ রিয়াদ। তবে আগামী মাসে শ্রীলঙ্কায় স্বাধীনতা দিবস উপলক্ষে ত্রিদেশীয় টি-টোয়েন্টি (নিদাহাস ট্রফি ২০১৮) সিরিজ আয়োজন করেছে। সেখানে বাংলাদেশ ছাড়াও স্বাগতিকদের প্রতিপক্ষ ভারত। শ্রীলঙ্কা সফরে পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে চান তিনি। সাকিব বলেন, ‘আমি পুরোপুরি ফিট হয়ে মাঠে ফিরতে চাই। এখন ভালো আছি। ব্যথা আর তেমন নেই।’
বাংলাদেশ দল শ্রীলঙ্কা সফরে যাচ্ছে আগামী মাসের শুরুতেই। ত্রিদেশীয় সিরিজের সব টি-টোয়েন্টি ম্যাচই হবে কলম্বোতে। শ্রীলঙ্কার বাংলাদেশ সফরে দলের সব ফরমেটের হারের অনেকগুলো কারণই উঠে এসেছে। ক্রিকেটবোদ্ধাদের মতে, টি-টোয়েন্টি হোয়াইটওয়াশের অনেক কারণের একটি সাকিবের অনুপস্থিতি। তাই নিদাহাস ট্রফিতে সাকিবের দলে ফেরাটাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাঁ হাতের কনিষ্ঠায় জখমটা বেশি হওয়াতে সেখানে ১০টি সেলাই লাগে। বর্তমানে তার অবস্থা নিয়ে বিসিবি চিকিৎসক দেবাশীষ চৌধুরীও বলেন, ‘সাকিব তুলনামূলক দ্রুত সেরে উঠেছে। আঙুলের ব্যথা ৭০ ভাগ কমেছে। চাইলে বল করতে পারবে। যেহেতু বোলিংয়ের সময় ওর ওই আঙুলেটি তেমন ব্যবহৃত হয় না। তবে এখনই ব্যাট করতে পারবে না। ৪-৫ দিন লাগবে।’
শ্রীলঙ্কা সফরের আগে সাকিব পুরোপুরি ফিট হয়ে যাবেন বলে আশা চিকিৎসকের। তবে আগামী ২৬শে ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা মাঠে ঢাকা প্রিমিয়ার লীগের ম্যাচে আবাহনীর বিপক্ষে মাঠে নামতে পারবেন কি না তা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। সাকিব এবার দেশের ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডানের নেতৃত্ব দিচ্ছেন। আগের মওসুমে তিনি ছিলেন আবাহনীর অধিনায়ক। চিরপ্রতিদ্বন্দ্বী আবাহনীর বিপক্ষে মোহামেডানের হয়ে মাঠে নামতে পারবেন কি না এ নিয়ে বিসিবির চিকিৎসক বলেন, ‘ত্রিদেশীয় সিরিজে নিশ্চিতভাবেই খেলতে পারবে। তবে ঢাকা প্রিমিয়ার লীগে আবাহনীর সঙ্গে খেলতে পারবে কি না সেটা এখনই বলা যাচ্ছে না; নির্ভর করছে ওর ওপর। যদি ওর আত্মবিশ্বাস থাকে, আমাদের কোনো সমস্যা নেই।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status