বাংলারজমিন

টু ক রো খ ব র

২৩ ফেব্রুয়ারি ২০১৮, শুক্রবার, ৯:৪৫ পূর্বাহ্ন

ময়মনসিংহে ডিজিটাল উদ্ভাবনী মেলা

স্টাফ রিপোর্টার, ময়মনসিংহ থেকে: ময়মনসিংহে আজ বৃহস্পতিবার থেকে ৩দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। মেলার উদ্বোধন করেন তথ্য যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব সুবীর কিশোর চৌধুরী। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ, স্কুল-কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে মেলা প্রাঙ্গণ সার্কিট হাউজ জিমনেসিয়ামে গিয়ে শেষ হয়। জেলা প্রশাসনের আয়োজনে এ সময় ময়মনসিংহ বিভাগীয় কমিশনার জিএম সালাহ উদ্দিন, রেঞ্জ ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোজাম্মেল হক, জেলা প্রশাসক খলিলুর রহমান, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
মর্নিংসান ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পুরস্কার বিতরণ

মাধবদী (নরসিংদী) প্রতিনিধি: গতকাল ২২শে ফেব্রুয়ারি মাধবদীর ড্রিম হলিডে পার্কে মর্নিংসান ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষাসফর ও কৃতী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ সম্পন্ন হয়েছে। দিনব্যাপী আয়োজিত বর্ণিল এ অনুষ্ঠানে অ্যামিউজমেন্ট পার্কটির মধুরীমা স্পটে শিক্ষার্থীদের নাচ, গান, কবিতা আবৃত্তির পাশাপাশি শিক্ষার্থী ও অভিভাকরা পার্কের বিভিন্ন রাইডসহ মজাদার খাবারের সুবিধা উপভোগ করেন। প্রায় দুইহাজার অভিভাবক ও শিক্ষার্থী এতে অংশগ্রহণ করেন।পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্কুলের প্রতিষ্ঠাতা সভাপতি ও হাজী আমিন উদ্দিন ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ জহিরুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী পৌরসভার মেয়র আলহাজ মোশাররফ হোসেন প্রধান মানিক।
বাগেরহাটে ৩ দিনব্যাপী ইজতেমা

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে তাবলীগ জামাতের ৩ দিনব্যাপী জেলা ইজতেমা শুরু হয়েছে। বৃহস্পতিবার জোহরের নামাজের পর আমবয়ানের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ৩ দিনব্যাপী এ জেলা ইজতেমা শুরু হয়। বাগেরহাট শহরের নূর মসজিদের মোড়ে সরকারি স্কুল মাঠে অনুষ্ঠিত এ ইজতেমায় পর্যায়ক্রমে দেশি-বিদেশি ধর্মীয় নেতারা ইসলামের বিভিন্ন বিষয়ের উপর গুরুত্বপূর্ণ বয়ান করবেন জানা গেছে। তাবলীগ জামাতের ইজতেমায় যোগ দিতে ময়দানে সমবেত হচ্ছেন হাজার হাজার ধর্মপ্রাণ মুসল্লি। বাগেরহাট জেলার বিভিন্ন উপজেলাসহ ছাড়াও প্রতিবেশী জেলাগুলো থেকেও ইজতেমা ময়দানে মুসল্লিরা আসতে থাকায় বৃহস্পতিবার যোহরের নামাজের পর সুমল্লীদের ঢল নামে ইজতেমা ময়দানে।
মৌলভীবাজারে বিশ্ব স্কাউট দিবস পালিত

মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার জেলা রোভার স্কাউটের আয়োজনে বিশ্ব স্কাউট দিবস পালিত হয়েছে। গতকাল সকালে এ উপলক্ষে শাহ মোস্তফা কলেজ ক্যাম্পাসে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এর আগে শহরে র‌্যালি বের হয়। সকালে সৈয়দ শাহ মোস্তফা (রহ.) কলেজ থেকে র‌্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি কলেজ অডিটরিয়ামে আলোচনা সভায় মিলিত হয়। আলোচনা সভায় সরকারি কলেজ রোভার স্কাউট গ্রুপের এএলটি সম্পাদক মো. সেলিমের সভাপতিত্বে ও সিনিয়র রোভার মেট শফিক আলীর সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মো. ফজলুল আলী। বিশেষ অতিথি ছিলেন গার্ল ইউনিট লিডার ও শরীর চর্চা বিভাগের শিক্ষক মোছা. নুরুন নাহার, খ ইউনিটের আর এসএল শক্তিপদ পাল, আর এস এল জুবায়ের আহমদ।
কাউখালীতে অগ্নিকাণ্ডে ১০ ঘর ছাই
কাউখালী (পিরোজপুর) প্রতিনিধি: কাউখালী উপজেলার জয়কুল গ্রামের জাপানি ব্যারাক হাউজে বুধবার সন্ধ্যার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ১০টি ঘর পুড়ে ছাই হয়ে যায়। ক্ষতির পরিমাণ প্রায় চার লাখ টাকা। জানা গেছে, উপজেলার জয়কুল গ্রামের জাপানি ব্যারাক হাউজে ২ নম্বর ব্লকের একটি ঘর থেকে গতকাল বুধবার ২১শে ফেব্রুয়ারি সন্ধ্যা সাড়ে ছ’টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে ঘর থেকে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ ঘটে।
বাগানের বাঁশ কেটে নিলো দুর্বৃত্তরা
জামালপুর প্রতিনিধি: জামালপুরের মাদারগঞ্জে অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তার বাঁশ বাগানের বাঁশ কেটে নিয়েছে দুর্বৃত্তরা। বুধবার মাদারগঞ্জ উপজেলার অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা নূরুল ইসলামের উত্তর জোড়খালী গ্রামের ১৯ শতাংশ জমির বাঁশবাগানে ঢুকে আতিকুর রহমান বাচ্চুর নেতৃত্বে একদল দুর্বৃত্ত শতাধিক বাঁশ কেটে ফেলে।
শাহজাদপুরে বিনামূল্যে রাইস ট্রান্সপ্লান্টার বিতরণ

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: শাহজাদপুরে কৃষকের মাঝে বিনামূল্যে রাইস ট্রান্সপ্লান্টার বিতরণ (চারা রোপন যন্ত্র) ও এডিপি’র অর্থায়নে ভার্মি কম্পোস্ট ও সেক্স ফেরোমন ফাঁদ প্রদর্শনীর উপকরণ বিতরণ করা হয়েছে। গতকাল সকালে উপজেলা কৃষি যন্ত্র সেবা কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ যন্ত্র বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব হাসিবুর রহমান স্বপন।
গোপালনগরে মাদক বিরোধী র‌্যালি

দেবিদ্বার প্রতিনিধি: ‘যে মুখে মা সে মুখে মাদক নয়’ মাদক সমাজের রন্ধ্রে রন্ধ্রে ছেয়ে গেছে। জীবন ধ্বংসকারী মাদকের বিরুদ্ধে ঐক্যবদ্ধ আন্দোলন গড়ে তুলতে হবে। মাদককে সমাজ থেকে নির্মূল করতে যুব সমাজকে এগিয়ে আসতে হবে। যুব সমাজই পারে এ সমাজকে মাদকমুক্ত করতে। ‘জীবনকে ভালোবাসুন, মাদককে না বলুন’। গত একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলেক্ষে দেবিদ্বার উপজেলার গোপালনগর আদর্শ সমাজ কল্যাণ পরিষদ কর্তৃক আয়োজিত মাদক বিরোধী র‌্যালিতে এসব কথা বলেন রসুলপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. কামরুল হাসান।

একুশে পদকপ্রাপ্ত সুজেয় শ্যামকে সিলেটে সংবর্ধনা

স্টাফ রিপোর্টার, সিলেট থেকে: একুশে পদকপ্রাপ্ত স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের সংগীত পরিচালক, বিশিষ্ট সুরকার, আমাদের সিলেটের রত্ন সুজেয় শ্যামকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অভিনন্দন ও শুভেচ্ছা জানান বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট ও সম্মিলিত নাট্য পরিষদ সিলেট শাখা নেতৃবৃন্দ। বৃহস্পতিবার বিকাল ৪টায় এ ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট সিলেট শাখার সভাপতি বেলাল আহমদ ও সাধারণ সম্পাদক এইচ আর শাকিল। এ সময় আরো উপস্থিত ছিলেন সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশকাত মিশু এবং সাধারণ সম্পাদক বাবু রজত সেন গুপ্ত।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status