শেষের পাতা

শিমু খুনের পরও দমেনি সিলেটের নাবিল রাজা

ওয়েছ খছরু, সিলেট থেকে

২৩ ফেব্রুয়ারি ২০১৮, শুক্রবার, ৯:৩৩ পূর্বাহ্ন

সিলেটে ছাত্রদল নেতা শিমু হত্যার প্রধান আসামি নাবিল রাজা  । ১লা জানুয়ারি ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে নাবিল ও তার সহযোগীদের হাতে খুন হয় শীমু। ঘটনার পর নাবিল রাজাকে নিয়ে সিলেটে তোলপাড় শুরু হয়। বিএনপি ও ছাত্রদলের নেতারা তার সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে অবস্থান নেন। নাবিলের বিরুদ্ধে করা হয় হত্যা মামলাও। এরপর থেমে নেই নাবিল রাজার অপরাধ কর্ম। এবার আলোচিত এ নাবিল রাজার বিরুদ্ধে সিলেটের এয়ারপোর্ট থানায় সাধারণ ডায়েরি করেছেন এক ব্যবসায়ী। চাঁদা না দেয়ায় ওই ব্যবসায়ীকে ক্রমাগত মৃত্যুর হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগে জানান তিনি। নাবিল রাজার আড্ডাস্থল সিলেটের ফাজিলচিস্ত এলাকায়। ছাত্রদল এখন সিলেটে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছে। কিন্তু নাবিলের কর্মকাণ্ডে এখন সিলেটে অনেকটা বিতর্কিত হয়ে পড়েছে ছাত্রদল। এতে বিব্রত সিনিয়র নেতারা। এলাকার মানুষ জানিয়েছে- নাবিল রাজার মূল বাড়ি সুনামগঞ্জ। সে জালালাবাদ এলাকায় বসবাস করে। কিন্তু ফাজিলচিস্ত এলাকার লিয়াকত, রকিব ও পাপ্পুর কলোনিতে তার আড্ডাস্থল। বিভিন্ন স্থান থেকে লোকজন ধরে এনে সে ওই কলোনির ভেতরে মারধর করে টাকা পয়সা রেখে দেয়। কখনো কখনো লোকজনকে টাকার জন্য আটকে রেখে নির্যাতন চালায়। মাসখানেক আগে ক্যাবল ব্যবসায়ী ফারুক মিয়াকে ধরে নিয়ে অকথ্য নির্যাতন করে। পরে স্থানীয় লোকজন গিয়ে ফারুক মিয়াকে তার নির্যাতন থেকে রক্ষা করেন। চাঁদাবাজি করার কারণে এলাকার মানুষ তার যন্ত্রণায় অতিষ্ঠ। গত মঙ্গলবার এয়ারপোর্ট থানায় নাবিল রাজার বিরুদ্ধে অভিযোগ করেন ফাজিলচিস্ত আবাসিক এলাকার ২৮-৮ নম্বর বাসার বাসিন্দা কোম্পানীগঞ্জের রামপুরবাজার এলাকার জুগিরগাঁও গ্রামের ব্যবসায়ী লিয়াকত আলী। অভিযোগে লিয়াকত আলী বলেছেন- ‘বিগত ২ মাস ধরে নগরীর জালালাবাদ আবাসিক এলাকার বাসিন্দা ফরহাদ রাজা চৌধুরীর ছেলে মো. নাবিল রাজা চৌধুরী তাঁর নিজের ব্যবহৃত সেলফোন ০১৭৩১০৩৩০০৩ থেকে আমার ব্যবহৃত সেলফোন ০১৭১৬৯০৫৪৩৮ এ কল করে আমাকে নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে আসছে। বিষয়টি আমি স্থানীয়দের অবহিত করেছি। পরে ০১৭৪০৭৭৩২০৫ এবং ০১৭৭৫২৮২৯৩১ এই দুটি নাম্বারে হোয়াটস অ্যাপের মাধ্যমে সকাল ও রাতে কল করে বিভিন্ন ধরনের ভয়ভীতি ও হুমকি দিয়ে আসছে।’ লিয়াকত আলী বলেন- ‘এর ধারাবাহিকতায় মঙ্গলবার বেলা ২টায় নাবিল চৌধুরী আমাকে প্রাণে মারার উদ্দেশ্যে প্রাণনাশের হুমকি এবং একপর্যায়ে আমার সন্তানদের স্কুলে যাওয়ার পথে রাস্তা থেকে তুলে নেয়ার হুমকিও দেয়।’ স্থানীয়রা জানিয়েছেন- মঙ্গলবার নাবিল রাজা সহ কয়েকজন সন্ত্রাসী মিলে ব্যবসায়ী লিয়াকতের বাসায় এসে কয়েকটি ককটেলের বিস্ফোরণ ঘটনায়। আতঙ্ক সৃষ্টি করার পর তারা চলে যায়। তারা জানান- নাবিল রাজা ব্যবসায়ী লিয়াকতের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেছে। সেটি না দেয়ার কারণে ওই ব্যবসায়ীকে প্রাণনাশের হুমকিও দিয়েছেন নাবিল রাজা। এয়ারপোর্ট থানার ওসি মোশারফ হোসেন জানিয়েছেন- তারা ব্যবসায়ীর জিডি গ্রহণ করেছেন। নাবিল রাজাকে গ্রেপ্তারে তাদের অভিযান চলছে। এদিকে- নাবিল রাজার বিরুদ্ধে অতিষ্ঠ এলাকার মানুষ আগামী শনিবার ফাজিলচিস্ত এলাকায় বৈঠকে বসছেন বলে জানিয়েছেন ফাজিলচিস্ত উন্নয়ন কল্যাণ সমিতির সভাপতি ও ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি লল্লিক আহমদ চৌধুরী। তিনি গতকাল বিকালে মানবজমিনকে জানিয়েছেন- ব্যবসায়ীর বাসায় হামলার পর এলাকার মানুষ তটস্থ। এ ঘটনায় এক দফা বৈঠক করেছেন এলাকার মানুষ। বড় পরিসরে আগামী শনিবার ফের বৈঠক আহ্বান করা হয়েছে। বৈঠকে সিদ্ধান্ত নিয়ে প্রথমে নাবিলকে এলাকায় অবাঞ্ছিত ঘোষণা করা হবে। পরে তাকে গ্রেপ্তারের দাবিতে স্মারকলিপি, মানববন্ধনসহ নানা কর্মসূচি ঘোষণা করা হবে। তিনি দাবি করেন- নাবিল রাজার সন্ত্রাসী কর্মকাণ্ডে দলমত নির্বিশেষে এলাকার সব মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছেন। সিলেট ছাত্রদলের সিনিয়র নেতা লিটন আহমদ জানিয়েছেন- ছাত্রদল নেতা শীমু হত্যার প্রায় দুই মাস অতিবাহিত হতে চললেও নাবিল রাজা এখনো গ্রেপ্তার হয়নি। তার কার্যকলাপে রাজপথে তটস্থ থাকেন ছাত্রদলের ত্যাগী কর্মীরা।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status