বাংলারজমিন

সড়কে পাথর ডাম্পিং হুমকির মুখে ছাতক আন্ধারীগাঁও সড়ক

নুর মিয়া রাজু, ছাতক (সুনামগঞ্জ) থেকে

২৩ ফেব্রুয়ারি ২০১৮, শুক্রবার, ৯:২৪ পূর্বাহ্ন

ছাতক-আন্ধারীগাঁও সড়কে পাথর ডাম্পিং করে ব্যবসা করার কারণে হুমকির মুখে পড়েছে সড়কটি। কিছু ব্যবসায়ী বিভিন্ন এলাকা থেকে ভারি ট্রাকযোগে পাথর এনে মলিকপুর-মাছুখালী এলাকায় সড়কের ওপর ডাম্পিং করে ব্যবসা পরিচালনা করছে। ফলে ছাতক-আন্ধারীগাঁর সড়কে তীব্র যানজটের পাশাপাশি সড়কটি পড়েছে হুমকির মুখে। দীর্ঘ ভোগান্তির পর এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ছাতক-আন্ধারীগাঁও সড়কটি এখন যান চলাচলের উপযোগী হয়েছে। তবে এখনো এ সড়ক দিয়ে এখানো ভারি যানবাহন চলাচল করতে দেখা যায়নি। সমপ্রতি স্থানীয় কিছু ব্যবসায়ী সড়কের ওপর পাথর ডাম্পিং করে সড়ক দিয়ে যান চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করে যাচ্ছে। পাশাপাশি অধিক লোডের পাথরবাহী ট্রাক আসা-যাওয়ার কারণে সড়কটি মারাত্মক ক্ষতির মুখে পড়েছে। রাস্তার ওপর পাথর ডাম্পিং করার প্রতিবাদে ফুঁসে উঠেছে এলাকার লোকজন। স্থানীয়রা জানান, ছাতক শহর সুরমা নদীর তীরে অবস্থিত হওয়ায় ব্যবসা-বাণিজ্যও নদী কেন্দ্রিক গড়ে উঠেছে। যুগ-যুগান্তর ধরে নদীপথে পাথর, বালু লোডিং-আনলোডিং ও নদীর তীরে পাথর-বালু ডাম্পিং করে ব্যবসা পরিচালিত হয়ে আসছে এখানে। কিন্তু অধিক লাভের আসায় জনবহুল সড়ক মলিকপুর-মাছখালী এলাকায় সড়কের ওপর পাথর ডাম্পিং করে স্থানীয় কিছু ব্যবসায়ী ব্যবসা পরিচালনা করে যাচ্ছেন। বিভিন্ন টিলার কর্দমাক্ত লাল পাথর বড় বড় ট্রাক যোগে এখানে এনে ডাম্পিং করা হচ্ছে। পরে এসব কর্দমাক্ত পাথর ভ্রাম্যমাণ ওয়াশ মেশিনে ওয়াশ করে নৌকায় বা কার্গোতে লোডিং করে বিক্রি করা হচ্ছে। কর্দমাক্ত পাথর ওয়াসের ফলে সুরমা নদীর পানি মারাত্মক দূষিত হচ্ছে। জনবসতি এলাকায় ওয়াশিং মেশিন ব্যবহারে শব্দ দূষণের শিকার হচ্ছে গ্রাম্য এলাকার মানুষ। ওয়াশিংয়ের ফলে পাথরের সঙ্গে থাকা ডাস্ট পানির সঙ্গে মিশে ক্রমেই নদীর তলদেশ ভরাট হয়ে যাচ্ছে। অবৈধ ওয়াশিং মেশিন বন্ধ না হলে এক পর্যায়ে নদীপথে এখানের ব্যবসা-বাণিজ্য ও নৌ-চলাচলও হুমকির মুখে পড়বে। ব্যবসায়ীরা স্থানীয়ভাবে প্রভাবশালী হওয়ায় তারা ক্রমেই বেপরোয়া হয়ে উঠেছে। বর্তমানে তারা সরকারি সড়ক দখল করে পাথর ডাম্পিং করতে দ্বিধাবোধ করছে না। এভাবে নিয়মিত ট্রাকযোগে পাথর পরিবহন করা হলে কয়েক সপ্তাহর মধ্যেই সড়কটি ভেঙে ছাতকের সাথে সুনামগঞ্জ জেলার যোগাযোগ ব্যবস্থা ভেঙ্গে পড়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় লোকজন সড়কের ওপর ও সড়ক সংলগ্ন সরকারি ভূমিতে পাথর ডাম্পিং ও ট্রাকযোগে পাথর লোডিং-আনলোডিং এবং নদীতে ভ্রাম্যমাণ ওয়াশিং মেশিন বন্ধ করার জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন। অন্যথায় এখানে অপ্রীতিকর ঘটনা ঘটারও সম্ভাবনা দেখছেন তারা। এ ব্যাপারে উপজেলা প্রকৌশলী আবুল মনসুর মিয়া জানান, বিষয়টি দেখে প্রয়োনীয় ব্যবস্থা নেয়া হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status