বাংলারজমিন

সোনাইমুড়ীতে আঞ্চলিক বিশ্ব ইজতেমা শুরু

সোনাইমুড়ী (নোয়াখালী) প্রতিনিধি

২৩ ফেব্রুয়ারি ২০১৮, শুক্রবার, ৯:২৩ পূর্বাহ্ন

সোনাইমুড়ীতে প্রথমবারের মতো ৩ দিনব্যাপী জেলা আঞ্চলিক ইজতেমা গতকাল বাদ ফজর আম বয়ানের মধ্যদিয়ে শুরু হয়েছে। সোনাইমুড়ী উপজেলা পরিষদের দক্ষিণে ঢাকা-সোনাপুর সড়কের পশ্চিমে বগাদিয়া মাঠে বুধবার বিকাল থেকে দেশ-বিদেশি মুসল্লিদের আসা শুরু হয়েছে। আঞ্চলিক বিশ্ব ইজতেমা আয়োজন করছে নোয়াখালী জেলা তাবলীগ জামাত। আনুষ্ঠানিকভাবে ইজতেমা শুরুর পর দলে দলে মুসল্লিরা প্যান্ডেলস্থলে আসতে থাকেন। গতকাল আসরের নামাজের আগেই ইজতেমার প্যান্ডেল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়। নানা স্থান থেকে আগত মুসল্লিদের সার্বিক সহযোগিতা করছেন স্বেচ্ছাসেবকরা। সবকিছু শৃঙ্খলিত থাকায় কোনো সমস্যা হচ্ছে না মুসল্লিদের। সোনাইমুড়ী থানা তাবলীগ জামাতের জিম্মাদার হেদায়েত উল্যা ও মো. শামছু উদ্দিন জানান, মাঠজুড়ে প্রায় ৭ থেকে ৮ লাখ মুসল্লি জামায়াতের ব্যবস্থা রয়েছে। ২৪শে ফেব্রুয়ারি সকাল ১১টার দিকে আখেরি মুনাজাতের মাধ্যমে আঞ্চলিক বিশ্ব ইজতেমা শেষ হবে। অজু গোসলের ব্যবস্থা ও বিদেশি মেহমান থাকার স্থান তৈরি করা হয়। স্বাস্থ্যসম্মত ১৫ শতাধিক ল্যাট্রিন বসানো হয়। এছাড়াও ইজতেমা মাঠে সর্বক্ষণিক বিদ্যুৎ ব্যবস্থা রাখা হয়েছে। সার্বক্ষণিক নিরাপত্তায় ৩০টি সিসি ক্যামেরা বসানো হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষায় নোয়াখালী জেলা প্রশাসন ও পুলিশ সহযোগিতা করছে। সতর্ক নজরদারিতে রয়েছে ৫ শতাধিক পুলিশের।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status