বাংলারজমিন

জাবিতে রাজা-রানী নির্বাচন আজ

জাবি প্রতিনিধি

২৩ ফেব্রুয়ারি ২০১৮, শুক্রবার, ৯:২১ পূর্বাহ্ন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৪০ তম আবর্তনের শিক্ষা সমাপনী (র‌্যাগ) অনুষ্ঠানের রাজা-রানী নির্বাচন আজ শুক্রবার অনুষ্ঠিত হবে। নির্বাচনে ১টি করে রাজা-রাণী পদে ৩ জন রাজা ও ২ জন রানি পদে প্রার্থিতা করবেন। বৃহস্পতিবার বিকালে জাকসু ভবনে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন ‘রাজা-রানী নির্বাচন-২০১৮’র প্রধান নির্বাচন কমিশনার সৈয়দ এলতেফাত হুসাইন। লিখিত বক্তব্যে তিনি বলেন, সুনির্দিষ্ট বিধিমালা ও আচরণবিধির ভিত্তিতের এ নির্বাচনে বিশ্ববিদ্যালয়ে ২০১০-১১ সেশনে ভর্তিকৃত স্নাতক শেষ করা সকল শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ শেষে ভোট গনণার পর একই দিন রাতে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে। রাজা পদে প্রার্থিতা করছেন ফার্মেসী বিভাগের এএসএম মাহবুবুল আলম, লোক প্রশাসন বিভাগের মো. ইমরান হোসাইন ও নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের আবু কাওছার। এছাড়া রানী পদে প্রাতিদ্বন্দ্বিতা করছেন ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের যারীন তাসনিম ও রসায়ন বিভাগের কাজী সায়মা বানু।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status