বাংলারজমিন

কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে কুপিয়ে হত্যাচেষ্টা

স্টাফ রিপোর্টার, যশোর থেকে

২৩ ফেব্রুয়ারি ২০১৮, শুক্রবার, ৯:২০ পূর্বাহ্ন

যশোর পৌরসভার সচিব আব্দুল্লাহ আল মাসুমের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় এক গৃহবধূকে কুপিয়ে মারাত্মক জখম করার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে গতকাল সকালে শহরের খালধার রোডের একটি ফ্লাটে। তবে স্থানীয়রা বলছেন, ওই নারীকে বিয়ের প্রস্তাব দিয়ে পৌর সচিব মাসুম দীর্ঘদিন ধরে অবৈধ শারীরিক সম্পর্ক চালিয়ে আসছিলেন। গতকাল এমন কি ঘটলে যে ওই নারীকে হত্যার উদ্দেশ্যে তাকে কুপিয়ে মারাত্মক জখম করার ঘটনা ঘটালেন পৌর সচিব মাসুম। চাঞ্চল্যকর এই ঘটনাটি নিয়ে গতকাল দিনভর শহরের ব্যাপক আলোচনার সূত্রপাত হয়। তবে একাধিক সূত্র এ বিষয়ে ভিন্ন তথ্যও প্রদান করেছেন। এ দিকে এই ঘটনায় যশোর কোতোয়ালি থানায় একটি হত্যা প্রচেষ্টা মামলা রেকর্ড হয়েছে তবে থানা কর্তা নিশ্চিত করেছেন। মামলায় মাসুমকে প্রধান আসামি করা হয়েছে বলে তিনি জানান। অপরদিকে পৌরসভার একাধিক কর্মকর্তা ও কর্মচারী দাবি করেন, পৌরসচিব মাসুম একজন দুশ্চরিত্রের লোক। সে নানা প্রলোভনে একাধিক নারীর সাথে শারীরিক সম্পর্ক রক্ষা করে চলেন। যা নিয়ে ইতিপূর্বেও পৌর চত্বরে অনাকাঙ্ক্ষিত একাধিক ঘটনা ঘটে।
সচিবের আক্রমণের শিকার ওই নারী শহরের পশ্চিম বারান্দী খালধার রোড এলাকার একটি বাড়িতে ভাড়া থাকেন। তার স্বামীর নাম দীপঙ্কর রায়। সচিবের সঙ্গে অনৈতিক সম্পর্কের কারণে তার সংসার ভেঙেছে বলে স্থানীয়রা জানান। তবে অভিযুক্ত সচিবের বক্তব্য জানার চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। ঘটনার পরপরই প্রতিবেশীরা আহত গৃহবধূকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেছেন । হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, তার অবস্থা গুরুতর। তার শরীরে একাধিক স্থানে মারাত্নক ক্ষতের সৃষ্টি হয়েছে। শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হওয়ায় তাকে নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়েছে।
ওই নারীর দাবি, পৌরসভার সচিব আব্দুল্লাহ আল মাসুম তার ধর্মভাই। কিন্তু তা সত্ত্বেও সচিব তাকে নানা ভাবে কুপ্রস্তাব দিতেন। তার এই প্রস্তাবে রাজি না হওয়ায় তিনি এর আগেও তার ওপর চড়াও হন। সর্বশেষ গত বুধবার রাত ৯টার দিকে মাতাল অবস্থায় তার ফ্ল্যাটে ঢোকেন। এসময় সে শ্রাবণী রায়ের দুই মেয়ের সামনে তার শরীরে আপত্তিকর অবস্থায় হাত দিতে উদ্ধ্যত হন। এসময় তাকে বাঁধা দিলে মাসুম ক্ষিপ্ত হয়ে তার গায়ে হাত তোলেন। এরপর বৃহস্পতিবার সকাল ১০টার দিকে আমার বাসায় ঢুকে ফের আমার ওপর চড়াও হয়। এসময় সে আমাকে বাসায় একা পেয়ে ধারালো ছুরি দিয়ে আমার শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে । এমনকি বালিশ চাপা দিয়ে আমাকে খুন করারও চেষ্টা করে। চিৎকার শুনে পাশের ফ্ল্যাটের বাসিন্দারা ছুটে এসে তার হাত থেকে আমাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসে। এই সুযোগে মাসুম পালিয়ে যায়।’
জানতে চাইলে কোতোয়ালি থানার ইনসপেক্টর (তদন্ত) আবুল বাশার বলেন, ‘এই ধরনের একটি ঘটনার বিষয়ে অভিযোগ পেয়েছি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’ তবে অভিযুক্ত সচিব আব্দুল্লাহ আল মাসুমকে কয়েক দফা ফোন করা হলেও তিনি রিসিভ করেননি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status