এক্সক্লুসিভ

চট্টগ্রামে কিশোর গ্যাংয়ের ছিনতাইয়ের শিকার বৃটিশ নাগরিক

চট্টগ্রাম প্রতিনিধি

২৩ ফেব্রুয়ারি ২০১৮, শুক্রবার, ৯:১৬ পূর্বাহ্ন

চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার জাকির হোসেন রোডে কিশোর গ্যাংয়ের ছিনতাইয়ের শিকার হয়েছেন ইংল্যান্ডের এক নাগরিক। ছিনতাই হওয়া ব্যাগে তার একটি ক্যামেরা ছিল।
গত বুধবার সকালে নগরীর এমইএস কলেজের সামনে ছিনতাইয়ের এ ঘটনা ঘটে বলে জানান চট্টগ্রাম মহানগর উত্তর জোনের পুলিশ উপ-কমিশনার (উত্তর) আবদুর ওয়ারিশ।
তিনি জানান, ছিনতাইয়ের শিকার ওই বৃটিশ নাগরিকের নাম জুলিয়া ডেভিস। তিনি চট্টগ্রামের খুলশী এলাকায় থাকেন। নগরীর এশিয়ান উইমেন্স ইউনিভার্সিটির রাইটিং সেন্টারের পরিচালক হিসেবে কর্মরত আছেন তিনি।
আবদুর ওয়ারিশ জানান, জুলিয়া বুধবার সকালে তার বাবার সঙ্গে রিকশায় করে খুলশী এলাকায় বাসায় যাচ্ছিলেন। এ সময় একটি অটোরিকশায় করে কয়েকজন কিশোর টান দিয়ে তার ব্যাগ ছিনিয়ে নিয়ে যায়। ছিনতাই হওয়া ব্যাগে একটি ক্যামেরা ছিল বলে জুলিয়া ডেভিস পুলিশকে জানান।
এ ঘটনায় খুলশী থানায় একটি ছিনতাই মামলা হয়েছে বলে জানান খুলশী থানার এসআই মো. ইমরান। তিনি বলেন, এ ঘটনায় সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ছিনতাইকারীদের ধরতে গোয়েন্দা পুলিশ ও থানা পুলিশ অভিযান শুরু করেছে।
এসআই ইমরান বলেন, জুলিয়া ডেভিস কিশোর গ্যাংয়ের ছিনতাইকারীদের শিকার হয়েছেন। এ এলাকায় কিশোর গ্যাংয়ের জড়িত অপরাধীদের দিকে নজর রেখে পুলিশ অভিযান চালাচ্ছে।
এর আগে এশিয়ান উইমেন্স ইউনিভার্সিটির আরেক বিদেশি শিক্ষক ডানা ম্যাকক্লেইন গত বছরের ২১শে জুন পায়ে হেঁটে বাসায় ফেরার পথে ওই এলাকায় ছিনতাইয়ের শিকার হন। তবে ছিনতাই হওয়া ব্যাগ ও তারমধ্যে থাকা ল্যাপটপ ও মোবাইল ফোনসহ একজনকে গ্রেপ্তার করে পুলিশ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status