বিনোদন

এবার অন্য রকম চমক

স্টাফ রিপোর্টার

২৩ ফেব্রুয়ারি ২০১৮, শুক্রবার, ৮:৫১ পূর্বাহ্ন

‘আয়নাবাজি’খ্যাত নাবিলা। একটি মাত্র চলচ্চিত্রের পর আর নতুন কোনো চলচ্চিত্রের সংবাদের শিরোনামে তিনি আসেননি। তবে গেল ১৪ই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস উপলক্ষে মিজানুর রহমান আরিয়ানের ‘সংসার’ শীর্ষক একটি নাটকে তাকে দেখা গেছে। নাটকটিতে অভিনয় করে বেশ সাড়াও পাচ্ছেন বলে জানান তিনি। ইউটিউবে নাটকটি প্রকাশ হয়েছে। বিশেষ দিবসগুলোতে ভালো গল্প-চরিত্র পেলে ছোট পর্দায় আগামীতেও কাজ করার আগ্রহ প্রকাশ করেন তিনি। এদিকে নাবিলা নিয়মিত উপস্থাপনা করছেন। এই উপস্থাপনা দিয়েই তিনি দর্শকের কাছে পরিচিত হয়ে ওঠেন। নাবিলা ভক্তদের জন্য এবার অন্য রকম একটি চমক রয়েছে। মানবজমিনকে জানান, প্রথমবারের মতো তিনি ‘চ্যানেল আই প্রেজেন্ট লাক্স সুপার স্টার’ উপস্থাপনা করছেন। চলতি মাসের প্রথম সপ্তাহ থেকে তিনি এই অনুষ্ঠানের উপস্থাপনা শুরু করেছেন। এ নিয়ে নাবিলা বেশ উচ্ছ্বসিত। তিনি বলেন, সুন্দরীদের মাঝে নিজেকে আবিষ্কার করতে পেরে ভালো লাগছে। আসছে মার্চ মাস থেকে এটি প্রচার হবে। ‘দেখিয়ে দাও, অদেখা তোমায়’ এই স্লোগানে এবারের প্রতিযোগিতা হচ্ছে। প্রতি বছরই এই প্রতিযোগিতা থেকে আমরা সুন্দরীদের পেয়ে থাকি। এবারো আমরা সে সব সুন্দরীকে পাবো যাদের দিকে তাকিয়ে আছে বাংলাদেশ। এদিকে নাবিলা দু’বাংলার জনপ্রিয় সংগীতশিল্পী অনুপম রায়ের ‘বাংলাদেশের মেয়ে’ শিরোনামের একটি গানের মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন। তার সঙ্গে মিউজিক ভিডিওতে অনুপমকেও দেখা যাবে। সম্প্রতি গানটির ট্রেইলার প্রকাশ হয়েছে। এটি নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। মিউজিক ভিডিওটি প্রসঙ্গে নাবিলা বলেন, অনুপম আমাদের দু’বাংলাতে বেশ জনপ্রিয়। নতুন প্রজন্মের মধ্যে তার অন্য রকম গ্রহণযোগ্যতা রয়েছে। মিউজিক ভিডিওর গল্পটি অনেক সুন্দর। এরইমধ্যে ট্রেইলারটির জন্য সবার কাছ থেকে বেশ প্রশংসা পাচ্ছি। আশা করছি গান ও মিউজিক ভিডিও দর্শক-শ্রোতাদের ভালো লাগবে। তবে এই মিউজিক ভিডিওটি আমার প্রথম এবং হয়তো এটি শেষ। অন্যদিকে আগামী এপ্রিলে বিয়েবন্ধনে আবদ্ধ হচ্ছেন এই মডেল, অভিনেত্রী ও উপস্থাপিকা। গেল বছরের শেষ দিন তিনি বিয়ের সংবাদটি জানান। বর্তমানে ব্যস্ততার পাশাপাশি তিনি বিয়ের জন্যও প্রস্তুতি নিচ্ছেন বলে জানিয়েছেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status