বিনোদন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘গহীন বালুচর’

স্টাফ রিপোর্টার

২৩ ফেব্রুয়ারি ২০১৮, শুক্রবার, ৮:৫০ পূর্বাহ্ন

গত বছরের ২৯শে ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পায় পরিচালক বদরুল আনাম সৌদের প্রথম ছবি ‘গহীন বালুচর’। দেশের পাশাপাশি প্রবাসী দর্শকের জন্য বিদেশেও ছবিটি মুক্তি দেন পরিচালক। ছবিটি মুক্তির পর বেশ আলোচনায় ছিল। তাই এবার দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়গুলোতে ছবিটির প্রদর্শন হচ্ছে। চলতি মাসের ১৫-১৬ তারিখে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এটি দেখানো হয়। আর আগামী ২৮শে ফেব্রুয়ারি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এটি প্রদর্শন হবে বলে মানবজমিনকে জানান ছবির পরিচালক বদরুল আনাম সৌদ। তিনি বলেন, সিলেটের পর আমরা এবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ছবিটি দেখানোর উদ্যোগ নিয়েছি। দুপুর ১২টা থেকে রাত ৯টা পর্যন্ত জহির রায়হান মিলনায়তনে চারটি শো হবে। এরপর রাজশাহী ও কুষ্টিয়া বিশ্ববিদ্যালয়েও ছবিটি প্রদর্শনের ইচ্ছে আছে। আমরা চাচ্ছি, এধরনের প্রদর্শনী আরও হোক। চরকেন্দ্রিক প্রেমের গল্প নিয়ে সাজানো ‘গহীন বালুচর’। এর মূল চরিত্র তিনটি। তারা হলেন নীলাঞ্জনা নীলা, আবু হুরায়রা তানভীর ও জান্নাতুন নূর মুন। এর কাহিনী, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক সৌদ নিজেই। ছবিটিতে আরও অভিনয় করেছেন রাইসুল ইসলাম আসাদ, সুবর্ণা মুস্তাফা, ফজলুর রহমান বাবু, জিতু আহসান, আফরোজা বানু, শাহাদাৎ হোসেন ও রুনা খান। ছবিটি দেখার পর অনেক দর্শকই বলেছেন ‘চর জেগেছে ছোট কাকা’, ‘ডরাইসো কমলা’ কিংবা ‘এবার তাগো কাটা মস্তক দেখতে চাই’ সংলাপগুলো অসাধারণ। ‘গহীন বালুচর’ ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য লিখেছেন পরিচালক নিজেই। সরকারি অনুদানপ্রাপ্ত এ ছবিটি পরিবেশনা করেছে জাজ মাল্টিমিডিয়া। প্রযোজনা করছে সাতকাহন ও ফ্রেন্ডজ মুভিজ ইন্টারন্যাশনাল।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status