খেলা

ম্যানইউকে রুখে দিলো সেভিয়া

স্পোর্টস ডেস্ক

২২ ফেব্রুয়ারি ২০১৮, বৃহস্পতিবার, ১২:৩৮ অপরাহ্ন

ইউয়েফা চ্যাম্পিয়নস লীগে ম্যানচেস্টার ইউনাইটেডকে রুখে দিয়েছে সেভিয়া। গতকাল এ স্প্যানিশ দলটির সঙ্গে গোল শূন্য ড্র করে ম্যানইউ। এ নিয়ে স্পেনের মাটিতে শেষ ৭ ম্যাচের পাঁচটিতেই ড্র করলো তারা। আর চ্যাম্পিয়নস লীগের আসরে সর্বাধিক ২২ ম্যাচে ড্র করলো ম্যানইউ। এর আগে ইউরোপিয়ান এ আসরে সমান সংখ্যক ম্যাচে ড্র রয়েছে ইতালিয়ান জায়ান্ট এসি মিলানের। অন্যদিকে আসরে ইতিহাসে প্রথম বার ঘরের মাঠে গোল করতে ব্যর্থ হলো সেভিয়া। আর সব মিলিয়ে আসরে ১৯ বার গোল শূন্য ড্র করে তারা। তবে সবকিছু ছাপিয়ে গতকালের ম্যাচের নায়ক ছিলেন ম্যানইউর স্প্যানিশ গোলরক্ষক ডেভিড দি গিয়া। মুলত তার সেরা নৈপূণ্যেই ড্র নিয়ে মাঠ ছাড়ে ম্যানইউ। এ ম্যাচে অসাধারণ ৮টি সেভ দেন। যা চ্যাম্পিয়নস ইতিহাসে ম্যানইউর কোন গোলরক্ষকের এক ম্যাচে সর্বাধিক গোল সেভ দেয়ার আরেকটি রেকর্ড গড়লেন তিনি। এর আগে ২০১১’র আসরে বার্সেলোনার বিপক্ষে এক ম্যাচে ৮টি সেভ দেন ম্যানইউর সাবেক গোলরক্ষক এডউইন ভ্যন ডার স্যার। চ্যাম্পিয়নস লীগের শেষ ষোল’র ফিরতি লেগে আগামী ১৩ই মার্চ ওল্ড ট্যাফোর্ডে মুখোমুখি হবে দু’দল। চলতি মৌসুমে ঘরের মাঠে শেষ ১৮ ম্যাচের ১৫টিতেই জয়ের কৃতিত্ব রয়েছে ম্যানইউর।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status