বাংলারজমিন

ব্রাহ্মণবাড়িয়ায় ‘অপরাজিতা’ উদ্বোধন

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে

২২ ফেব্রুয়ারি ২০১৮, বৃহস্পতিবার, ৯:৪৪ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার ঋষি সম্প্রদায়ের অবহেলিত নারীদের তৈরি বিভিন্ন পণ্যের প্রদর্শনী ও বিক্রয় কেন্দ্র ‘অপরাজিতা’র উদ্বোধন করা হয়েছে। শহরের টেংকেরপাড় এলাকায় পুলিশ বিপণি কেন্দ্রে গতকাল বিকালে এই কেন্দ্রটির উদ্বোধন করেন সদর সংসদ সদস্য র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী। তার সঙ্গে অতিথিদের মধ্যে ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার (অতিরিক্ত উপ-মহাপরিদর্শক) মো. মিজানুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার মো. ইকবাল হোসাইন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, কেন্দ্রীয় সমবায় ব্যাংকের ভাইস চেয়ারম্যান চৌধুরী আফজল হোসেন নেছার, জেলা পরিষদ সদস্য সাদেকুর রহমান শরীফ। সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা নারী উন্নয়ন ফোরাম সভাপতি অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাতের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন- সরকার নারীদের আত্মনির্ভরশীল করতে নানা পদক্ষেপ নিয়েছে। এরই ফলে সমাজের অবহেলিত, অসহায়-দরিদ্র নারীরা আজ ঘুরে দাঁড়িয়েছে। তারই বাস্তব প্রমাণ এই বিক্রয় কেন্দ্রটি। নারীদের আত্মনির্ভরশীল করতে তার পক্ষ থেকে সকল প্রকার সহযোগিতারও আশ্বাস দেন তিনি। বিশেষ অতিথির বক্তৃতায় পুলিশ সুপার মিজানুর রহমান বলেন- নারীদের জীবনমানের উন্নয়ন ঘটাতে এই পদক্ষেপ খুবই প্রশংসনীয়। পুলিশের পক্ষ থেকে একাজে সহযোগিতার আশ্বাস দেন তিনি। ব্রাহ্মণবাড়িয়া শহর লাগোয়া তিতাস নদীর পূর্বপাড়ে বসবাসকারী ঋষি সম্প্রদায়ের অবহেলিত নারীদের প্রশিক্ষিত করে কর্মক্ষম করার উদ্যোগ নেয় ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নারী উন্নয়ন ফোরাম। সেখানে প্রশিক্ষিত নারীদের হাতে তৈরি নানা পণ্য ছাড়াও এই বিক্রয় কেন্দ্রটিতে পাওয়া যাবে শাড়ি, থ্রিপিসসহ গৃহসজ্জার নানা জিনিসপত্র। কেন্দ্রটি পরিচালনা করবেন নারী উন্নয়ন ফোরাম সদস্য আনোয়ারা বেগম, রোখসানা হক সূচি ও শাহিনূর হক ঝুমকি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status