দেশ বিদেশ

খালেদা জিয়ার মামলায় দুদক আইনি প্রক্রিয়ায় এগোবে: দুদক চেয়ারম্যান

স্টাফ রিপোর্টার

২২ ফেব্রুয়ারি ২০১৮, বৃহস্পতিবার, ৯:৩৭ পূর্বাহ্ন

জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সাজা বাড়াতে আপিল করা হবে কি না সে বিষয়ে সিদ্ধান্তের জন্য লিগ্যাল টিমের সুপারিশের অপেক্ষায় আছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে রাজধানীর দুদক কার্যালয়ে বুধবার রক্তদান কর্মসূচির উদ্বোধন শেষে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, ‘সার্টিফাইয়েড কপি পাওয়ার পরে এগুলো পর্যালোচনা হবে। আমাদের লিগ্যাল টিম সেটা দেখবে। দেখার পর তারা একটা সুপারিশ করবে আমাদের কাছে। কমিশন বসে কী সিদ্ধান্ত নেয় সেজন্য আপনাদের অপেক্ষা করতে হবে। আমরা হুট করে কোনো কিছু করতে রাজি না। চিন্তাভাবনা করেই কাজ করতে চাই। খালেদা জিয়ার মামলা নিয়ে দুদক আইনি প্রক্রিয়া অনুযায়ীই এগোবে।’ বিএনপি চেয়ারপারসনের মামলা নিয়ে দুদক যতটা উদ্যোগী সে তুলনায় বড় বড় অর্থ কেলেঙ্কারিতে জড়িতদের এখনো আইনের আওতায় নিয়ে আসতে দুদকের ব্যর্থতা রয়েছে- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে ইকবাল মাহমুদ বলেন, ‘আপনারা আজ যেটা দেখছেন কাল সেটা নাও দেখতে পারেন। আমরা সবাই আইনের মধ্যে, কেউই আইনের বাইরে না।’ উদ্বোধনী অনুষ্ঠানে দুদক চেয়ারম্যান বলেন, মহান ভাষা আন্দোলনের পথ ধরেই বাংলাদেশের স্বাধীনতার লাল সূর্য উদিত হয়। এই মহান ভাষা শহীদরাই তাদের বুকের তাজা রক্ত দিয়ে মায়ের ভাষাকে প্রতিষ্ঠিত করেছেন। আমরা সবাই যদি মানুষের কল্যাণ, ভাষা এবং ভাগ্যোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করি, তবেই তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা প্রদর্শন করা হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুখী-সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে আমাদেরও আত্মত্যাগের প্রয়োজন রয়েছে। এ সময় দুদক কমিশনার এএফএম আমিনুল ইসলাম, সচিব ড. মো. শামসুল আরেফিনসহ কমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status