খেলা

মাশরাফিকে ফেরাতে চায় বিসিবি

স্পোর্টস রিপোর্টার

২১ ফেব্রুয়ারি ২০১৮, বুধবার, ৯:০৯ পূর্বাহ্ন

দেশের মাটিতে উড়তে থাকা বাংলাদেশ দলকে মাটিতে আছড়ে ফেলে দেশ ছাড়ে লঙ্কানরা। এতে বেশ ভালোভাবেই নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজ শেষে টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, সহকারী কোচ রিচার্ড হ্যালসলসহ টিম ম্যানেজম্যান্টের সঙ্গে গোটা সিরিজের ময়নাতদন্তে বসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। গতকালই থাইল্যান্ড থেকে দেশে ফিরেছেন তিনি। বিকালে ধানমন্ডির বেক্সিমকো তিনি মুখোমুখি হন সংবাদ মাধ্যমের। এমন বাজে হারের কারণ ও করণীয় নিয়ে কথা বলেন। বিসিবি সভাপতি বলেন, ‘একটা টিম হঠাৎ করে বদলে যেতে পারে না। এটা বাংলাদেশ দল আমার কাছে মনেও হয়নি। ইনফ্যাক্ট ফাইনাল খেলার দিন আমার মনটা একেবারে ভেঙেই গেছে। ২২০ শ্রীলঙ্কার সাথে করতে পারবো না!  হতে পারে হাথরুসিংহে নেই। এটার জন্য ২২০ করতে পারব না! ৩২০ তো আর না। আমাদের মাঠে ২২০ করতে পারবো তা হতে পারে না।’ ত্রিদেশীয় টুর্নামেন্টের ফাইনালে ২২২ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ দল গুটিয়ে যায় ১৪২ রানে। নাজমুল হাসানের মতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালে শ্রীলঙ্কার কাছে টাইগারদের অসহায় আত্মসমপর্ণনের প্রভাব টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজে পড়েছে। ‘ওই ম্যাচের পর মনোবল অনেকটা ভেঙে গেছে। মনোবলতো কাউকে গঠন করতে হবে।’
সাকিব, তামিম না থাকা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমরা কিন্তু সাকিবকে ছাড়া খারাপ খেলিনি। তামিম প্রথম টি-টোয়েন্টি খেলেনি তারপরও কিন্তু রান খারাপ করিনি। ওদের ছাড়া যে খেলা যাবে না কিংবা এতে যে মোরাল ভেঙে যাবে সেটা হতে পারে না। টিমকে কখনোই মনে হয়নি ওরা জিততে চাচ্ছে। কখনোই মনে হয়নি ওরা জিতবে।’ তিনি বলেন, আমাদের স্কিল নিয়ে সমস্যা ছিল না। সমস্যা মনে হয়েছে মাইন্ডসেট ও স্ট্র্যাটেজিতে।
বিসিবি সভাপতি টি-টোয়েন্টি ফরম্যাটে মাশরাফি বিন মুর্তজাকে ফেরানোর বিষয়ে জোর দেন। মাশরাফির শুধু নেতৃত্বই নয় তার পেস আক্রমণটাও যে এখন দলের জন্য প্রয়োজন। তাই আগামী মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় নিদাহাস ট্রফির দলে ফিরতে মাশরাফিকে অনুরোধ করা হবে বলে জানান বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের জন্য আমরা মাশরাফিকে অনুরোধ জানাবো। নতুন বলে আসলে সে বাংলাদেশের সেরা বোলার। তাই তাকে ফেরাতে চাইছি। তবে সবকিছুই নির্ভর করছে তার মতামতের ওপর।’
গেল বছর শ্রীলঙ্কা সফরে সিরিজে টি-টোয়েন্টি সিরিজ শেষে নেতৃত্বই নয়, টি-টোয়েন্টি ক্রিকেট থেকেই নিজেকে সরিয়ে নিয়েছিলেন মাশরাফি। অবশ্য পরে জানা গেছে সে সময় প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের চাওয়াতে বোর্ডের চাপেই মাশরাফি এমন সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে সেই মাশরাফিকে এখন দলের প্রয়োজন বলেই মনে করছেন বোর্ড সভাপতি। কিন্তু মাশরাফি ফিরবে কিনা সেই বিষয়ে এখনো কিছুই জানা যায়নি। আগামী ৬ই মার্চ থেকে শ্রীলঙ্কায় বসতে যাচ্ছে ত্রিদেশীয় সিরিজ। এ সিরিজে অংশ নিবে বাংলাদেশ ছাড়াও ভারত। আর এ সিরিজকে সামনে রেখে আগামী ২২শে ফেব্রুয়ারি থেকে বিশেষ ক্যাম্প শুরুরও কথাও জানিয়েছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘আমি আগামী মাসে শ্রীলঙ্কায় নিদাহাস ট্রফির জন্য ১৯ জনকে নিয়ে ক্যাম্প শুরু করতে বলেছি ২২শে ফেব্রুয়ারি থেকে। সেখানে পেসারদের নিয়ে আলাদা ভাবে কাজ করবেন কোচ কোটর্নি ওয়ালশ।’
‘শ্রীলঙ্কা সফরের আগেই প্রধান কোচ’
মূলত প্রধান কোচ ছাড়া দলের যে বেহাল দশা তা অনুভব করেছেন বোর্ড সভাপতি নাজমুল হাসান। তাই কালবিলম্ব না করে আগামী মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের আগেই হেড কোচ নিয়োগ দিতে চাইছেন তিনি, ‘নিদাহাস কাপের আগেই কোচ নিয়ে আসতে চেষ্টা করছি। সামনে আইপিএল তাই এ মুহূর্তে ফুল টাইম কোচ পাওয়া কঠিন। তারপরেও হেড কোচ নিয়োগের ব্যাপারটি আমরা মোটামুটি ফাইনাল করে ফেলেছি।’
দুই ম্যাচে ৬ জন নতুন ক্রিকেটারের অভিষেকটা দলের হোয়াইটওয়াশের কারণ মনে করেন ক্রিকেট বোদ্ধারা। বোর্ড সভাপতির মতে এসবই যোগ্য নেতৃত্বের অভাবে হয়েছে, যা পূরণে একজন হেড কোচই যথেষ্ট। ‘আমাদের লিডারশিপ ছিল না বলেই এই অবস্থা। তাই কোচ লাগবে। হাথুরুসিংহে ভালো ছিল। তাই বলে বিশ্বসেরা তো আর নয়। ত্রিদেশীয় সিরিজের আগে নিয়োগের কথা ভাবছি। কোচ ছাড়া হবে না। পেশাদার কোচ দরকার।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status