খেলা

মাশরাফিকে ফেরাতে চায় বিসিবি

স্পোর্টস রিপোর্টার

২০ ফেব্রুয়ারি ২০১৮, মঙ্গলবার, ৮:২৫ পূর্বাহ্ন

দেশের মাটিতে নতুন বছর শ্রীলঙ্কা-জিম্বাবুয়েকে নিয়ে বাংলাদেশ মাঠে নেমেছিল ত্রিদেশীয় সিরিজ জয়ের চ্যালেঞ্জে। টানা তিন ম্যাচ জিতে ফাইনালও নিশ্চিত ছিল। কিন্তু হঠাৎ বদলে গেল দল। শেষ দুই ম্যাচে লঙ্কানদের হারাতেই পারলো না মাশরাফি বিন মুর্তজার দল। ওয়ানডেতে বাংলাদেশ দলকে মাটিতে নামিয়ে শিরোপা ছিনিয়ে ছিল চন্ডিকা হাথুরুসিংহের দল। এরপর প্রথম টেস্ট ড্র করলেও দ্বিতীয় বাজে ভাবে হেরে সিরিজ হাত ছাড়া। সবশেষ টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইট ওয়াশ। দেশের মাটিতে উড়তে থাকা বাংলাদেশ দলকে মাটিতে আছড়ে ফেলে দেশ ছাড়ে লঙ্কানরা। তাই বেশ ভালোভাবেই নড়েচড়ে বসেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সিরিজ শেষে টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন, সহকারী কোচ রিচার্ড হ্যালসলসহ টিম ম্যানেজম্যান্টের সঙ্গে গোটা সিরিজের ময়নাতদন্তে বসেছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। এরপরই তিনি মুখোমুখি হন সংবাদ মাধ্যমের। এমন বাজে হারের কারণ ও করণীয় নিয়ে কথা বলেন। সেই সঙ্গে টি-টোয়েন্টি মাশরাফি বিন মুর্তজাকে ফেরানোর বিষয়ে জোর দেন। কারণ,  মাশরাফির শুধু নেতৃত্বই নয় তার পেস আক্রমণটাও যে এখন দলের জন্য প্রয়োজন সেটি বেশ ভালোভাবে বুঝতে পেরেছে দল। তাই আগামী মাসে শ্রীলঙ্কায় অনুষ্ঠিত নিদাহান ট্রফির জন্য দলে ফিরতে মাশরাফিকে অনুরোধ করা হবে বলে জানান বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় ত্রিদেশীয় সিরিজের জন্য আমরা মাশরাফিকে অনুরোধ জানাবো। নতুন বলে আসলে সে বাংলাদেশের সেরা বোলার। তাই তাকে ফেরাতে চাইছি। তবে সবকিছুই নির্ভর করছে তার মতামতের ওপর।’
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status