খেলা

মার্করামকে অধিনায়ক করা ঠিক হয়নি

স্পোর্টস ডেস্ক

২০ ফেব্রুয়ারি ২০১৮, মঙ্গলবার, ১২:৪৪ অপরাহ্ন

খুব কম বয়সে দক্ষিণ আফ্রিকার নেতৃত্ব পেয়েছিলেন স্মিথ। তাও দুই ফরম্যাটেই। ঐ সময়তো আর টি-টোয়েন্টি ছিল না। এরপর দক্ষিণ আফ্রিকার ইতিহাসে হয়েছেন সেরা অধিনায়ক। এই কিংবদন্তি অধিনায়কই মুখ খুললেন এইডেন মার্করামের নেতৃত্বের বিষয়টি নিয়ে। ২৩ বছরের এই যুবাকে ভারতের বিপক্ষে অন্তবর্তীকালিন অধিনায়ক করা হয়। ঘরের মাটিতে এ সিরিজে ৫-১ ব্যবধানে হারে প্রোটিয়ারা। সোমবার ইএসপিএন ক্রিকইনফুকে দেয়া এক সাক্ষাৎকারে স্মিথ বলেন, মার্করামকে অধিনায়ক করার  সিদ্ধান্তটি সঠিক ছিল না। সবাই তার নেতৃত্ব নিয়ে কথা বলছে। আমার কাছ থেকেও কথা আসলে মনে হয় তাতে কিছু আসে যায় না। কারণ আমিও খুব কম বয়সে নেতৃত্ব পেয়েছিলাম। তবে আমি মনে করি, মার্করামের ক্ষেত্রে অন্তবর্তীকালিন ব্যাপারটি অন্তর্র্বতীকালিনই থেকে যাক। আমি হলে তাকে দলে জায়গা পাকা করতে দিতাম আগে। ওয়ানডে দলের সাথে মানিয়ে নিয়ে নিয়মিত রান করার দিকে মনোযোগ দিতে বলতাম। দক্ষিণ আফ্রিকার অন্য সিনিয়র খেলোয়াড়দের এখন দায়িত্ব নেওয়া প্রয়োজন। স্মিথ ২২ বছর বয়সে দক্ষিণ আফ্রিকার আন্তর্জাতিক ক্রিকেটের অধিনায়কত্ব পান।  আর ঐ বছরই ২০০৩‘র বিশ্বকাপ ছিলো নিজেদের মাটিতে। অথচ তার নেতৃত্বেই প্রথম রাউন্ড থেকেই বিদায় নেয় প্রোটিয়ারা। ভারতের বিপক্ষে মার্করাম দুটি ওয়ানডে খেলেই অধিনায়কের দায়িত্ব পেয়েছেন। কিন্তু এ সিরিজে এই টপ অর্ডার ব্যাটসম্যানের ব্যর্থতা ছিলো চোখে পড়ার মতো। ৬ ম্যাচে তার রান যথাক্রমে ৯, ৮. ৩২, ২২, ৩২ ও ২৪। আর সব মিলে ২১ গড়ে ১২৭ রান করেন তিনি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status