দেশ বিদেশ

গাজীপুরে আনসারদের উদ্দেশে প্রধানমন্ত্রী

নির্বাচন সুষ্ঠু করতে প্রস্তুত থাকুন

ইকবাল আহমদ সরকার, গাজীপুর থেকে

২০ ফেব্রুয়ারি ২০১৮, মঙ্গলবার, ১০:১৩ পূর্বাহ্ন

আনসার সদস্যদের সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশের অভ্যন্তরে আগামী নির্বাচন জাতির জন্য একটি গুরুত্বপূর্ণ অধ্যায়। আমরা যে কোনো মূল্যে একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে বদ্ধপরিকর। অতীতের মতোই যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় একনিষ্ঠভাবে দায়িত্বপালনের জন্য আমি আপনাদের নির্দেশ দিচ্ছি। আসন্ন নির্বাচন শান্তিপূর্ণ করার লক্ষ্যে আনসার বাহিনীর প্রতিটি সদস্যকে প্রস্তুত থাকতে হবে। ভোটের অধিকার, জনগণের মৌলিক অধিকার- সেটা যেন তারা যথাযথভাবে প্রয়োগ করতে পারে। আমরা চাই জনগণ যেন তাদের সাংবিধানিক অধিকার প্রয়োগ করতে পারে। তিনি সোমবার গাজীপুরের সফিপুরে আনসার ও ভিডিপি একাডেমিতে অনুষ্ঠিত বাহিনীর ৩৮তম জাতীয় সমাবেশে যোগ  দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, শান্তিশৃঙ্খলা রক্ষার ক্ষেত্রে অশুভ শক্তিকে পরাহত করতে সততা, সাহস ও আন্তরিকতার সঙ্গে কাজ করবেন। দেশের সামগ্রিক উন্নয়নের পূর্বশর্ত স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ। জাতীয় উন্নতির পরিপন্থি সন্ত্রাস, জঙ্গিবাদ, জ্বালাও-পোড়াও, অগ্নিসংযোগ, মানুষ হত্যা করা, সম্পদহানি করা। বাংলার মাটিতে জঙ্গিবাদ-সন্ত্রাসের কোনো স্থান হবে না। বিএনপি জামায়াত জোট যখন রেললাইনে আগুন দিচ্ছিল, বাসে আগুন দিয়ে মানুষ হত্যা করছিল তখন আপনারা বলিষ্ঠ ভূমিকা রেখে ছিলেন, সেজন্য আমি আপনাদের আন্তরিক ধন্যবাদ জানাই। প্রধানমন্ত্রী আরো বলেন, বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা যখন সারা দেশে আগুন সন্ত্রাস সৃষ্টি করেছিল, তখন আপনারা তাদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধে বিশেষ ভূমিকা রেখেছিলেন। আমরা যখনই ক্ষমতায় এসেছি তখনই বাংলাদেশের প্রত্যেকটি বাহিনীর উন্নয়নে কাজ করেছি। এর আগে সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রী আনসার ও ভিডিপি একাডেমির ইয়াদ আলী প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছলে বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল শেখ পাশা হাবিব উদ্দিন প্রধানমন্ত্রীকে স্বাগত জানান। এ সময় তার সঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রী একটি খোলা জিপে করে প্যারেড গ্রাউন্ড পরিদর্শন করেন এবং অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে আনসার ও ভিডিপি বাহিনীর চৌকস সদস্যদের অভিবাদন গ্রহণ করেন। পরে সেবা ও সাহসিকতার জন্য ১২৭ জন সদস্যের মধ্যে ৫০ জন সদস্যকে নিজ হাতে ব্যাজ পরিয়ে দেন। আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীকে চেইন অব কমান্ড মেনে কাজ করার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর আমরাই প্রথম আনসার বাহিনীকে পতাকা হাতে তুলে দিয়েছিলাম। আমরা আপনাদের জন্য সর্বনিম্ন ১৩০০ থেকে সর্বোচ্চ ৫০০০ টাকা পর্যন্ত ঝুঁকি ভাতা বৃদ্ধি করেছি। আপনাদের কাজের মাধ্যমে আপনারা সরকারের নির্ভর বাহিনী হিসেবে পরিণত হয়েছেন। বাংলাদেশকে সন্ত্রাস ও জঙ্গিবাদ মুক্ত করে গড়ে তুলতে হবে। বাংলাদেশ যেন বিশ্ব দরবারে মাথা উঁচু করে দাঁড়াতে পারে সে জন্য আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status