দেশ বিদেশ

‘মানুষ এখন বিকল্প রাজনৈতিক শক্তি খুঁজছে’

স্টাফ রিপোর্টার

২০ ফেব্রুয়ারি ২০১৮, মঙ্গলবার, ১০:১১ পূর্বাহ্ন

গণতন্ত্র উদ্ধারে সকল দেশপ্রেমিক নাগরিককে মাঠে নামার আহ্বান জানিয়েছে নাগরিক ঐক্য। গতকাল জাতীয় প্রেস ক্লাবে নাগরিক ঐক্যের আয়োজনে গ্রহণযোগ্য নির্বাচনের লড়াইয়ে শরিক হোন শীর্ষক এক আলোচনা সভায় দলটির নেতারা এ আহ্বান জানান। নাগরিক ঐক্যের কেন্দ্রীয় নেতা আবু বকর সিদ্দিকীর প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।  নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না বলেন, রাজনীতি অঙ্গন এখন উত্তাল। দেশে কী হবে তা ঠিক নেই। নির্বাচনও কিছুদিন পর। সাহসী আবু বকর রাজনীতিতে একজন আপসহীন, সংগ্রামী ও উদ্যমী নেতা ছিলেন। এই ত্যাগী নেতার উদ্যমতাকে কাজে লাগিয়ে অংশগ্রহণমূলক একটি গ্রহণযোগ্য নির্বাচনের লড়াইয়ে সবাইকে মাঠে নেমে আসার কথা বলেন তিনি।
 আলোচনা সভায় বক্তারা বলেন, দেশ গভীর সংকট ও পরিস্থিতির মধ্য দিয়ে চলছে। তারপরও এ পরিস্থিতিতে অংশগ্রহণমূলক একটি গ্রহণযোগ্য নির্বাচন আদায় করা তেমন কঠিন না। তাই গণতন্ত্র উদ্ধারে দেশপ্রেমী সবাইকে মাঠে নামার আহ্বান জানান তারা। বক্তারা আরও বলেন, সীমাহীন ত্যাগের বিনিময়ে দেশ স্বাধীনের পর ১৯৭২ সালে সরকারের বিরুদ্ধে চ্যালেঞ্জে নেমেছিলাম। এখন দেশে শিক্ষা এবং ব্যাংক ব্যবস্থাসহ নীতি-নৈতিকতা সব ধ্বংস হয়ে গেছে। মানুষ এখন বিকল্প রাজনৈতিক শক্তি খুঁজছে। তাই শোষণমুক্ত গ্রহণযোগ্য নির্বাচনের জন্য সবাইকে একযোগে আন্দোলন করতে হবে বলে জানান তারা। আলোচনা অংশগ্রহণ করেন বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, জেএসডি’র সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন, জাতীয় শ্রমিক জোটের সাধারণ সম্পাদক আনোয়ার হায়াত খান বাদল ও নাগরিক ঐক্যের কেন্দ্রীয় সদস্য মুমিনুল ইসলাম প্রমুখ।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status