খেলা

চেলসি-বার্সেলোনা দ্বৈরথ আজ

মেসি এবার পারবেন কি?

স্পোর্টস ডেস্ক

২০ ফেব্রুয়ারি ২০১৮, মঙ্গলবার, ১০:০৪ পূর্বাহ্ন

বার্সেলোনার জার্সি গায়ে একের পর এক গোল নিয়ে রেকর্ডে ঘষামাজা করেছেন লিওনেল  মেসি। তবে ইংলিশ ক্লাব চেলসির বিপক্ষে রয়েছে তার অপ্রত্যাশিত এক গেরো।  চেলসির বিপক্ষে আট ম্যাচে এখনো গোলের দেখা পাননি আর্জেন্টাইন এ ফরোয়ার্ড। ক্যারিয়ারে আর কোনো দলের বিপক্ষে মেসির এমন মলিন রেকর্ড নেই। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলো রাউন্ডের প্রথম লেগে আজ চেলসির বিপক্ষে মাঠে নামছে বার্সেলোনা। লন্ডনে চেলসির স্টামফোর্ড ব্রিজ মাঠে খেলা শুরু বাংলাদেশ সময় রাত পৌনে ২টায়। একই সময় অপর ম্যাচে নিজ মাঠে তুর্কি দল বেসিকতাসের মুখোমুখি হবে জার্মান জায়ান্ট বায়ার্ন মিউনিখ। বার্সেলোনার বিপক্ষে দলীয় পরিসংখ্যানেও অনুপ্রেরণা পেতে পারে চেলসি। শেষ ৭ সাক্ষাতে বার্সেলোনার বিপক্ষে অপরাজিত রয়েছে লন্ডন ব্লুরা। এতে চেলসি জয় দেখেছে দুইবার। বাকি পাঁচ ম্যাচ ড্র। সর্বশেষ সাক্ষাতে আলাদা হতাশার স্মৃতি লিওনেল মেসির। ২০০১২’র ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে সেমিফাইনাল প্রথম লেগে আইভরিয়ান স্ট্রাইকার দিদিয়ের দ্রগবার গোলে জয় দেখে চেলসি। আর বার্সেলোনার মাঠে ফিরতি লেগে ২-২ গোলে ড্র নিয়ে ফাইনালে পৌঁছে লন্ডন ব্লুরা। ন্যু ক্যাম্প মাঠে ওই ম্যাচে পেনাল্টি মিস করেন লিওনেল মেসি। শেষে ফাইনালে বায়ার্ন মিউনিখের বিপক্ষে টাইব্রেকারে জয় নিয়ে প্রথমবারের মতো ইউরোপের অভিজাত এ শিরোপার গৌরব কুড়ায় চেলসি। মেসির গেরো রয়েছে গোলরক্ষক থিবো কুরতোয়ার বিপক্ষেও। আটলেটিকো মাদ্রিদের জার্সি গায়ে ক্যারিয়ারে ৬ ম্যাচে মেসির মুখোমুখি হন এ বেলজিয়ান গোলরক্ষক। এতে একবারও গোল পাননি মেসি। ২০১৩-১৪ মৌসুমে বার্সেলোনাকে পেছনে ফেলে স্প্যানিশ লা লিগা শিরোপা জেতে কুরতোয়া অ্যাটলেটিকো মাদ্রিদ। কুরতোয়ার অ্যাটলেটিকোর বিপক্ষে হার নিয়ে চ্যাম্পিয়ন্স লীগ থেকেও বিদায় নেয়ার স্মৃতি রয়েছে কাতালানদের। তবে মেসির মতো একজন ফুটবলার কোনো ম্যাচের চিত্র বদলে দিতে পারেন যখন তখন। চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৭ গোল নিয়ে মেসি উড়ন্ত ফর্ম দেখাচ্ছেন যথারীতি। আর চ্যাম্পিয়ন্স লীগে গর্বের এক ল্যান্ডমার্কের দিকেও নজর রয়েছে মেসি ভক্তদের। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগে  ‘সেঞ্চুরি’ থেকে ৩ গোল দূরে রয়েছেন মেসি। চলতি স্প্যানিশ লা লিগায় সর্বোচ্চ ২০ গোলে কৃতিত্ব মেসিরই। আসরে তার রয়েছে ১১টি অ্যাসিস্ট। তবে মেসির প্রতিপক্ষ হতে পারে বিপরীত দলের বারপোস্টও। মেসির সর্বাধিক ১৫টি শট প্রতিপক্ষ দলের বারপোস্টে লেগে প্রতিহত হয়। চলতি মৌসুম সব প্রতিযোগিতা মিলিয়ে মাত্র একটি হার দেখেছে কোচ আরনেস্তা ভালভার্দের বার্সেলোনা। আর চলতি ইংলিশ প্রিমিয়ার লীগে শীর্ষ দল ম্যানচেস্টার সিটি থেকে ১৯ পয়েন্টে পিছিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে ইতালিয়ান কোচ আন্তোনিও কন্তের চেলসি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status