খেলা

টটেনহ্যামকে রুখে দিলো ‘পুঁচকে’ রচডেল

স্পোর্টস ডেস্ক

২০ ফেব্রুয়ারি ২০১৮, মঙ্গলবার, ১০:০৪ পূর্বাহ্ন

ওয়েম্বলিতে যাওয়ার জন্য তর সইছে না আর, এই মাঠে খেলার স্বপ্ন দেখেছি সারা জীবন- বড় ম্যাচে টটেনহ্যাম হটস্পারকে রুখে দিয়ে এমন অভিব্যক্তিটা পুঁচকে দল রচডেলের ফুটবলার হেন্ডারসনের। ইংলিশ এএফ কাপের চতুর্থ রাউন্ডের খেলায় শক্তিধর টটেনহ্যাম হটস্পারকে ২-২ গোলের ড্রতে রুখে দিলো পুঁচকে দল রচডেল। নাটকীয় ম্যাচের শেষটা ছিল উত্তেজনায় ঠাসা। রোববার নিজ মাঠে ম্যাচের ৪৫তম মিনিটে হেন্ডারসনের গোলে এগিয়ে যায় বৃহত্তর ম্যানচেস্টারের ক্লাব রচডেল। ৫৯তম মিনিটে নতুন রিক্রুট ব্রাজিলিয়ান উইংগার লুকাস মাউরার গোলে সমতায় ফেরে সফরকারী টটেনহ্যাম। খেলার ৮৮তম মিনিটে হ্যারি কেইনের পেনাল্টি গোলে ম্যাচে প্রথমবারের মতো এগিয়ে যায় টটেনহ্যাম হটস্পার। তবে খেলার তখনও বাকি ছিল।
ম্যাচের যোগ হওয়া সময়ের তৃতীয় মিনিটে গোল নিয়ে ‘ফিরতি ম্যাচ’ নিশ্চিত করে ইংল্যান্ডের তৃতীয় সারির (লীগ ওয়ান) দল রচডেল। ফিরতি ম্যাচে টটেনহ্যামের অস্থায়ী ভেন্যু লন্ডনের ওয়েম্বলি মাঠে মুখোমুখি হবে দু’দল। এফএ কাপে নিচের সারির দলের বিপক্ষে শেষ ২২ সাক্ষাতে টটেনহ্যাম হার দেখেছে একবারই মাত্র। আর ইংল্যান্ডে কোনো দলের দায়িত্বে আর্জেন্টাইন কোচ মাইরিসিও পচেত্তিনো নিচের সারির দলের বিপক্ষে হার দেখেননি কখনোই। তবে সব প্রতিযোগিতা মিলিয়ে প্রতিপক্ষ মাঠে টানা ৫ ম্যাচে ড্র নিয়ে খেলা শেষ করতে দেখা গেল টটেনহ্যামকে। ক্লাবটির শতবছরের ফুটবল ইতিহাসে এমন নজির রয়েছে একবারই মাত্র।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status