খেলা

৮ গোলের থ্রিলারে ‘রিয়াল হিরো’ আসেনসিও

স্পোর্টস ডেস্ক

২০ ফেব্রুয়ারি ২০১৮, মঙ্গলবার, ১০:০৩ পূর্বাহ্ন

স্প্যানিশ লা লিগায় ৮ গোলের থ্রিলার ম্যাচে হাঁফ ছাড়লো জায়ান্ট দল রিয়াল মাদ্রিদ। রোববার প্রতিপক্ষ মাঠে রিয়াল বেতিসকে ৫-৩ গোলে হারায় তারা। রিয়ালের জার্সি গায়ে এদিন জোড়া গোল করেন তরুণ ফরোয়ার্ড মার্কো আসেনসিও। ম্যাচে ১১তম মিনিটে আসেনসিও গোলে এগিয়ে যায় সফরকারী রিয়াল মাদ্রিদ। তবে এরপরই ঘুরে দাঁড়ায় স্বাগতিকরা। মাত্র ৩ মিনিটের ব্যবধানে জোড়া গোল নিয়ে ম্যাচে এগিয়ে যায় রিয়াল বেতিস। এতে রিয়াল পিছিয়ে পড়ে ডিফেন্ডার নাচোর আত্মঘাতী গোলে। ২-১ গোলে পিছিয়েই বিরতিতে যায় শিরোপাধারী রিয়াল মাদ্রিদ। ম্যাচের ৫১তম মিনিটে গোল নিয়ে রিয়ালকে সমতায় ফেরান অধিনায়ক সার্জিও রামোস। ৫৯তম মিনিটে আসেনসিওর গোলে ফের এগিয়ে যায় সফরকারীরা। ম্যাচের ৬৫তম মিনিটে গোল নিয়ে নিজেদের পক্ষে ব্যবধান ৪-২এ নিয়ে যান রিয়ালের পর্তুগিজ স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো। আর ৮৫তম মিনিটে রিয়াল বেতিস আরেক গোল শোধ দিলে ম্যাচে উত্তেজনা বাড়ে। তবে ম্যাচের যোগ হওয়া সময়ের দ্বিতীয় মিনিটে ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার গোলে স্বস্তি ফেরে মাদ্রিদ শিবিরে। এদিন ম্যাচে স্বাগতিক রিয়াল বেতিসের  বলদখল ছিল ৫৭%। ম্যাচে রিয়াল মাদ্রিদের ১২ শটের বিপরীতে প্রতিপক্ষ গোলবারে রিয়াল বেতিস তারকারা নেন ২০টি শট। পুরো ম্যাচে রিয়াল বেতিসের ৭ ফাউলের বিপরীতে রিয়াল তারকারা ফাউল করেন ১৫ বার। চলতি লা লিগায় ফিফা বর্ষসেরা ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর গোলের সংখ্যাটা দাঁড়ালো ১২-তে। সর্বোচ্চ ২০ গোলের কৃতিত্ব এফসি বার্সেলোনার আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসির। বার্সেলোনার উরুগুইয়ান স্ট্রাইকার লুইস সুয়ারেজের রয়েছে আসরে দ্বিতীয় সর্বোচ্চ ১৭ গোল।
চলতি লা লিগায় ২৩ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। শীর্ষ দল বার্সেলোনার সংগ্রহ ২৪ ম্যাচে ৬২ পয়েন্ট। রোববার আসরের অপর ম্যাচে জয় নিয়ে বার্সেলোনার ওপর চাপ ধরে রেখেছে অ্যাটলেটিকো মাদ্রিদ। এদিন অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে পরিষ্কার ২-০ গোলে জয় দেখে অ্যাটলেটিকো। দ্বিতীয় স্থানে অ্যাটলেটিকোর সংগ্রহ ২৪ ম্যাচে ৬২ পয়েন্ট। টানা দ্বিতীয় ম্যাচে আগে গোল হজম করে শেষে জয় পেতে দেখা গেল রিয়াল মাদ্রিদকে। দুবারই ‘রিয়াল হিরো’ তরুণ ফুটবলার মার্কো আসেনসিও। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শেষ ষোলো রাউন্ডের প্রথম লেগে ফরাসি দল প্যারিস সেইন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে নিজ মাঠে আগে গোল হজম করে শেষ পর্যন্ত ৩-১ গোলে জয় পায় রিয়াল। ম্যাচের ৭০তম মিনিটে বদলি খেলতে নেমে রিয়ালের শেষ দুই গোল আসে আসেনসিওর অ্যাসিস্টে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status