খেলা

মহিলা কাবাডি দলের প্রস্তুতি শুরু

স্পোর্টস রিপোর্টার

২০ ফেব্রুয়ারি ২০১৮, মঙ্গলবার, ১০:০৩ পূর্বাহ্ন

দু’মাস আগে অনুশীলন শুরু করেছে পুরুষ কাবাডি দল। জাকার্তা এশিয়ান গেমসের জন্য এবার শুরু হয়েছে মহিলা দলেরও। প্রাথমিক ক্যাম্পে ডাক পেয়েছেন বিভিন্ন সংস্থা ও জেলার ৪৪ জন খেলোয়াড়। এরা হলেন- বাংলাদেশ আনসারের শাহনাজ পারভীন মালেকা, জুনি চাকমা, রূপালী আক্তার, শ্রাবণী মল্লিক, দিশা আক্তার, পলি আক্তার, কোহিনুর আক্তার, স্মৃতি আক্তার ও টুকটুকি আক্তার, বাংলাদেশ পুলিশের হাফিজা আক্তার, শারমিন সুলতানা, সোমা আক্তার, রেখা আখতারী, মাসুমা জান্নাত আশা, জান্নাতুল নাইম বৃষ্টি, তাসমী আক্তার, লাকী আক্তার, মারিয়া আক্তার, শিলা আক্তার, তিমা খাতুন ও চম্পা সিসিম। বিজেএমসির রত্না খাতুন, দিশা মনি সরকার, লুবা আক্তার, রাবেয়া আক্তার আনিকা, সোনিয়া আক্তার ও সরস্বতী রানী রায়, নড়াইলের মুসলিমা আক্তার, লায়লা খানম, বীথি আরা ও মিতু আক্তার, বিজিবির মিতা খাতুন পাখি, মৌলভীবাজারের পারভীন বেগম ও সোমা আক্তার, ময়মনসিংহের সুমি আক্তার ও পাপড়ী আক্তার, নেত্রকোনার জ্যোৎস্না আক্তার, কুমিল্লার স্মৃতি আক্তার, শ্রাবণী আক্তার তোষী ও মিতু আক্তার, দিনাজপুরের সুমাইয়া আক্তার ও গোলাপী আক্তার এবং রংপুরের রোজিনা আক্তার ও আমিনা খাতুন। বৃহস্পতিবার বাংলাদেশ কাবাডি ফেডারেশনে ডাক পাওয়া খেলোয়াড়রা রিপোর্ট করেন। শুক্রবার শুরু হয়েছে মহিলা দলের প্রস্তুতি।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status