খেলা

রটারডামের শিরোপাও ফেদেরারের

স্পোর্টস ডেস্ক

২০ ফেব্রুয়ারি ২০১৮, মঙ্গলবার, ১০:০২ পূর্বাহ্ন

আসরের কোয়ার্টার ফাইনালে স্বাগতিক তারকা রবিন হাসার বিপক্ষে জয় নিয়ে ইতিহাস গড়েন রজার ফেদেরার। সবচেয়ে বয়স্ক টেনিস খেলোয়াড় হিসেবে র‌্যাঙ্কিংয়ের এক নম্বরে পৌঁছেন এ সুইস তারকা। এতে ফেদেরারের হাতে তুলে দেয়া হয় একটি স্মারক ট্রফি। আর রোববার ফাইনাল শেষে রটারডাম ওপেনের শিরোপাও উঠলো ফেদেরারের হাতে। এবারের রটারডাম ওপেনের শিরোপা জিতলেন রজার ফেদেরার। রোববার ফাইনালে সরাসরি সেটে বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভকে হারান তিনি। মাত্র ৫৯ মিনিট স্থায়ী ফাইনালে ফেদেরার জয় দেখেন পরিষ্কার ৬-২ ও ৬-২ গেমে। ৩৬ বছর বয়সী রজার ফেদেরারের ক্যারিয়ারে এটি ৯৭তম এটিপি শিরোপা। তার চেয়ে বেশি শিরোপা রয়েছে কেবল মার্কিন লিজেনড জিমি কনোর্সের (১০৯)। রেকর্ড  ২০ বারের গ্র্যান্ড স্লাম শিরোপাজয়ী রজার ফেদেরার প্রথমবার র‌্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছে ২০০৪’র ফেব্রুয়ারিতে। ৩০৩ সপ্তাহ র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান দখলে রাখার রেকর্ডও ফেদেরারের। এতে তার রয়েছে টানা ২৩৭ সপ্তাহ র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান দখলে রাখার রেকর্ড। চলতি বছর এটি ফেদেরারের দ্বিতীয় শিরোপা। গত মাসে বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা কুড়ান ফেদেরার। রটারডাম ওপেনে ফেদেরারের এটি তৃতীয় শিরোপা। ক্যারিয়ারে প্রথমবার এখানে তিনি ওয়াইল্ডকার্ড নিয়ে খেলতে নামেন ১৯৯৮-এ। রোববার ফাইনাল শেষে ফেদেরার বলেন, সপ্তাহের শুরুতে আমার লক্ষ্যটা ছিল সেমিফাইনাল। আবারো এক নম্বর হওয়াটা অবিশ্বাস্য। এটা আমার জীবনের অন্যতম সেরা সপ্তাহ। ফেদেরার র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থানে ফিরলেন রেকর্ড ৫ বছর ১৯৫ দিনের বিরতিতে। ২০১২তে স্প্যানিয়ার্ড তারকা রাফায়েল নাদালের কাছে শীর্ষ স্থান খুইয়েছিলেন তিনি। এবার নাদালকে হটিয়েই সিংহাসন দখলে নিলেন ফেদেরার। এটিপি র‌্যাঙ্কিংয়ে সবচেয়ে বয়স্ক নাম্বার ওয়ানের রেকর্ডটি ছিল যুক্তরাষ্ট্রের আন্দ্রে আগাসির। ২০০৩-এ র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান খোয়ান ৩৩ বছর ১৫৪ দিন বয়সী আগাসি। মহিলা টেনিস র‌্যাঙ্কিংয়ে এমন রেকর্ডটি যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামসের। ২০১৭’র মে-তে সেরেনা যখন ডাব্লিউটিএ র‌্যাঙ্কিংয়ের শীর্ষ স্থান হারান তখন তার বয়স ছিল  ৩৫ বছর।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status