খেলা

আরচারিতে জার্মান কোচ

স্পোর্টস রিপোর্টার

২০ ফেব্রুয়ারি ২০১৮, মঙ্গলবার, ১০:০২ পূর্বাহ্ন

‘তীর গো ফর গোল্ড’ প্রকল্পের আওতায় উদীয়মান আরচার এবং জাতীয় দলের আরচারদের মান বৃদ্ধি করার লক্ষ্যে জার্মান কোচ ‘ফ্রেডরিক মার্টিনকে নিয়োগ দিয়েছে ফেডারেশন। গতকাল দুপুরে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের ডাচ্‌-বাংলা ব্যাংক অডিটোরিয়ামে এই জার্মান কোচের সঙ্গে পাঁচ বছরের চুক্তি করে বাংলাদেশ আরচারি ফেডারেশন। এই চুক্তি প্রতিবছরের ডিসেম্বরে নবায়ন করা হবে। এ উপলক্ষে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক কাজী রাজীবউদ্দীন আহমেদ চপল এবং সিটি গ্রুপের নির্বাহী পরিচালক (মার্কেটিং এন্ড ফাইন্যান্স) শোয়েব মো. আসাদুজ্জামান। এরা ‘তীর গো ফর গোল্ড’ সম্পর্কে বিস্তারিত তথ্য জানান। প্রকল্পের আওতায় অন্তর্ভুক্ত হওয়ার পর হতে বাংলাদেশ আরচারি ফেডারেশন ২০তম এশিয়ান আরচারি চ্যাম্পিয়নশিপ এবং তীর ৯ম জাতীয় আরচারি চ্যাম্পিয়নশিপ-২০১৭ অনুষ্ঠিত হয়। এই প্রকল্পের জাতীয় দলের জার্মান কোচকে বেতন দিবে ফেডারেশন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status