বাংলারজমিন

ধামরাইয়ে প্রশ্নপত্র ফাঁস দুই পরীক্ষার্থী বহিষ্কার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

২০ ফেব্রুয়ারি ২০১৮, মঙ্গলবার, ৯:৫৩ পূর্বাহ্ন

ঢাকার ধামরাইয়ে প্রতিটি পরীক্ষার ন্যায় গতকালও জীববিজ্ঞান পরীক্ষার  প্রশ্নপত্র ফাঁস হয়েছে। এ ঘটনায় দুই পরীক্ষার্থীকে হাতেনাতে আটকের পর বহিষ্কার করে তাদের পুলিশে সোপর্দ করা হয়েছে। এদিকে, সকাল ১০টার দিকে কালামপুর আমাতন নেছা বালিকা উচ্চ বিদ্যালয়সহ বেশকিছু বিদ্যালয়ের অভিভাবকরা পরীক্ষা বাতিল করে নতুন প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার দাবি করেছেন। জানা গেছে, ধামরাই হার্ডিঞ্জ উচ্চ বিদ্যালয় কেন্দ্রে শিমুলিয়া উচ্চ বিদ্যালয়ের তন্বী সাহা ও আবুবক্কর নামে দুই শিক্ষার্থী পরীক্ষা শুরুর ঘণ্টাখানেক আগে কেন্দ্রের বাইরে ইজিবাইকে বসে মোবাইল ফোনে আজকের জীববিজ্ঞান প্রশ্নপত্র দেখছিল। এ সময় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক কর্মকর্তা আইরিন সুলতানা তাদের এ দৃশ্যে দেখতে পেয়ে হাতেনাতে ধরে ফেলেন এবং তাদের ব্যবহৃত মোবাইলে প্রশ্নের সঙ্গে আজকের জীববিজ্ঞান প্রশ্ন মিলে যাওয়ায় প্রথমে তাদের বহিষ্কার পরে পুলিশের হাতে সোপর্দ করা হয়। অন্য পরীক্ষার্থীদের অভিভাবকরা জানান, প্রথম থেকেই প্রশ্নপত্র ফাঁস হয়ে আসছিল। তাই বিগত সকল পরীক্ষা বাতিল করে নতুন প্রশ্নপত্রে পরীক্ষা নেয়ার দাবি করেন তারা।
নাম প্রকাশ না করার শর্তে এক শিক্ষক জানান, বাহিরে প্রশ্নপত্র ফাঁস আর কেন্দ্রের ভেতর নকলের উৎসব চলে। তাই তো  উপজেলা নির্বাহী অফিসার সাংবাদিকদের  কেন্দ্রের ভেতর প্রবেশ নিষেধ করেছেন। পরীক্ষার্থীরা জানান, ফাঁস হওয়া প্রশপত্র দেখে পরীক্ষা দিয়ে অনেক খারাপ ছাত্র ভালো ফলাফল করবে। এতে মূল্যায়ন হবে না ভালো শিক্ষার্থীদের। তাই তাদেরও দাবি বিগত পরীক্ষা বাতিল করে নতুন প্রশ্নপত্র তৈরি করে পরীক্ষা নিয়ে মেধা যাচাই করা। তারা আরও বলেন, অনেক ভালো কলেজে মেধা নয়, ফলাফল দেখেই ভর্তি করা হয়। তাই পরীক্ষা বাতিলের বিকল্প নেই। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল কালাম, পরীক্ষা কেন্দ্রে সাংবাদিকদের প্রবেশ নিষেধের কথা স্বীকার করে জানান, আটক দুই পরীক্ষার্থীদের জিজ্ঞাসাবাদ চলছে তারা প্রশ্নপত্র কোথা থেকে পাচ্ছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status