বাংলারজমিন

পলাশে ২৬ গৃহহীনকে ঘরের চাবি প্রদান

পলাশ (নরসিংদী) প্রতিনিধি

২০ ফেব্রুয়ারি ২০১৮, মঙ্গলবার, ৯:১০ পূর্বাহ্ন

প্রধানমন্ত্রীর উদ্যোগে আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ‘জমি আছে ঘর নাই’ প্রকল্পে পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল সোমবার দুপুরে উপজেলা মাল্টিপারপাস অডিটরিয়ামে পলাশ উপজেলার ২৬ জন গৃহহীনের মাঝে নির্মিত ঘরের চাবি হস্তান্তর করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ভাস্কর দেবনাথ বাপ্পির সভাপতিত্বে এ ঘরগুলোর চাবি গৃহহীনদের মাঝে হস্তান্তর করেন অনুষ্ঠানের প্রধান অতিথি নরসিংদী-২ আসনের সংসদ সদস্য আলহাজ কামরুল আশরাফ খান পোটন। এসময় আরো বক্তব্য রাখেন পলাশ উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, পৌর মেয়র আলহাজ শরীফুল হক শরীফ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মতিউর রহমান, চরসিন্দুর ইউপি চেয়ারম্যান মোফাজ্জল হোসেন রতন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফখরউদ্দিন-আল-রাজি ও উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আল মুজাহিদ হোসেন তুষার প্রমুখ। প্রধান অতিথি একই অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কার্যালয়ের উদ্যোগে পলাশের ৪২টি পরিবারের মধ্যে আত্মকর্মসংস্থানের জন্য বেকার ও মহিলাদের মাঝে ১০ লাখ টাকার ঋণের চেক বিতরণ করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status