বাংলারজমিন

ব্রাহ্মণবাড়িয়ায় নার্সিং ইনস্টিটিউটে হামলা

নার্স ফেরদৌসি মনপুরায় বদলি

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া থেকে

২০ ফেব্রুয়ারি ২০১৮, মঙ্গলবার, ৯:০৮ পূর্বাহ্ন

ব্রাহ্মণবাড়িয়ার আলোচিত নার্স ফেরদৌসি বেগমকে ভোলার মনপুরায় বদলি করা হয়েছে। রোববার নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর থেকে তার তৎক্ষণাৎ (স্ট্যান্ড রিলিজ) বদলির আদেশ হয়। অধিদপ্তরের মহাপরিচালক তন্দ্রা শিকদার স্বাক্ষরিত ওই আদেশে প্রশাসনিক কারনে বদলি করার কথা বলা হয়েছে। এতে আদেশ জারির সাথে সাথে সরাসরি অব্যাহতি প্রদান করার উল্লেখ রয়েছে। ফেরদৌসি বেগম নিজ বেতনে ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটে নার্সিং ইনস্ট্রাক্টর পদে কর্মরত ছিলেন। অভিযোগ শনিবার ব্রাহ্মণবাড়িয়া নার্সিং ইনস্টিটিউটে হামলার ঘটনা ঘটে তারই জন্য। ইনস্টিটিউটের ছাত্রী হোস্টেলে ঢুকে ফেরদৌসি ও তার লোকজন ছাত্রীদের মারধর করে। এতে আহত হয় ১০ ছাত্রী। এ ঘটনার বিষয়ে রোববার দৈনিক মানবজমিনে রিপোর্ট প্রকাশের পর তার বদলির আদেশ হয়। নাসিং ইনস্টিটিউটের ছাত্রীরা তাদের অভিযোগে বলেন- জেলা স্বাধীনতা চিকিৎসক পরিষদ নেতা ডা. আবু সায়ীদ ও বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজে কর্মরত ডাক্তার হারুনুর রশিদের ঘনিষ্ঠ লোক হিসেবে নার্সিং ইনষ্টিটিউট ও জেলা সদর হাসপাতালে কর্তৃত্ব করে আসছিলেন ফেরদৌসি বেগম। নানা অভিযোগ থাকার পরও ইনস্টিটিউটে তাকে পূর্ণাঙ্গ দায়িত্ব দেয়ার তদবির করেন ডাক্তার সায়ীদ ও হারুন । এরমধ্যে শনিবার ইনস্টিটিউটে নতুন প্রিন্সিপাল সালাউদ্দিন মাতবর যোগ দিতে আসেন। তাকে বরণ করতে গেলে ফেরদৌসির নেতৃত্বে ইনস্টিটিউটের শিক্ষক, জেলা সদর হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মচারীরা বহিরাগতদের নিয়ে ছাত্রী হোস্টেলে ঢুকে শিক্ষার্থীদের মারধর করে। ৩য় বর্ষের শিক্ষার্থী আকলিমা, জেসমিন আক্তার ও হালিমা জানান- নতুন ইনচার্জকে বরণ করার প্রস্তুতি নিলে আমাদের হোস্টেল থেকে বের হওয়ার সব গেট বন্ধ করে দেয়া হয়। আমরা নতুন ইনচার্জকে কেন বরণ করতে পারবো না তা জানতে চাইলে স্বাধীনতা চিবিৎসক পরিষদের নেতা ডা. সায়ীদ আমাদের বলেন, লোকাল অথোরিটি তাকে চাচ্ছে না। এরপর  তাদের  নেতৃত্বে হাসপাতালের স্টাফ এবং বহিরাগত অনেক লোক ছাত্রী হোস্টেলে ঢুকে আমাদেরকে মারধর করে। তারা আরো অভিযোগ করেন- এরআগে নতুন ইনচার্জ এলে তাকে যোগদানে বাধা দেন ডা. আবু সায়ীদ ও হারুন। তাকে ইনস্টিটিউট এলাকা ত্যাগে বাধ্য করেন তারা। এবিষয়ে নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সদর মডেল থানায় এবং ব্রাহ্মণবাড়িয়া সিভিল সার্জনের কাছে অভিযোগ দেয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status