বাংলারজমিন

ভূমি দখলের মহোৎসব

স্টাফ রিপোর্টার, নবীগঞ্জ (হবিগঞ্জ) থেকে

২০ ফেব্রুয়ারি ২০১৮, মঙ্গলবার, ৯:০৮ পূর্বাহ্ন

নবীগঞ্জে কুর্শি ইউনিয়নের এনাতাবাদ গ্রামে অবস্থিত গুচ্ছগ্রাম এলাকায় সরকারের খাস খতিয়ানভুক্ত জেলা প্রশাসকের ভূমিতে গৃহনির্মাণ, পুকুর ও খালখনন এবং পুকুরের মাছ ধরাকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা বিরাজ করছে। ওই এলাকায় গৃহনির্মাণে লাখ লাখ টাকার দখল বাণিজ্যের অভিযোগ উঠেছে। দখল প্রতিযোগিতায় লিপ্ত লোকজনের মধ্যে যেকোনো মুহূর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা ব্যক্ত করা হয়েছে। দখল বাণিজ্যের বিষয়ে গুচ্ছগ্রামভুক্ত ৩০ পরিবারের তরফ থেকে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এসএম আতাউল গণিকে অবহিত করা হয়েছে। দায়িত্ব প্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা তহশীল অফিসকে দখলদার চক্রের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন। এ ছাড়াও শান্তিশৃঙ্খলা রক্ষায় দখলদার চক্রের বিরুদ্ধে দ্রুত পদক্ষেপের দাবি জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। উপজেলা প্রশাসন ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার উল্লেখিত গ্রামে ডিসির খতিয়ানভুক্ত (১নং) রতনা বিল এলাকায় হতদরিদ্র ভূমিহীন ৩০টি পরিবার নিয়ে সরকারি উদ্যোগে গুচ্ছগ্রাম প্রতিষ্ঠা করা হয়। এনাতাবাদ মৌজার ১নং খতিয়ানের জিএল নং ৯৩, দাগ নং ১২২৫ ও ২৯ এর জমিতে সরকারিভাবে প্রত্যেক পরিবারকে পৌনে তিন শতক ভূমিতে সরকারি খরচে গৃহনির্মাণ, পুকুর এবং বৈঠকখানা নির্মাণ করে দেয়া হয়। ২০১১ সালের ৩০শে নভেম্বর দখল সহকারে প্রতিটি পরিবারকে পৌনে তিন শতক জমির দলিল সরবরাহ করা হয়েছে। বিভিন্ন সময়ে প্রশাসনের তরফ থেকে তাদের খোঁজ খবর নেয়া হয়। সম্প্রতি ওই এলাকায় বিশেষ একটি মহল অবৈধ দখল প্রক্রিয়া শুরু করে। সরকারিভাবে খাজনা পরিশোধের নামে পরিত্যক্ত ভূমি খনন করে মাটি উত্তোলন, গৃহনির্মাণ ও পুকুর খননের মাধ্যমে আধিপত্য বিস্তার শুরু হয়। এ নিয়ে প্রশাসনের নীরব ভূমিকায় ক্ষোভ দেখা দিয়েছে। দখলদার বাহিনীর ক্রমাগত হুমকিতে গুচ্ছগ্রামভুক্ত ৩০টি পরিবারে উদ্বেগ, উৎকণ্ঠা দেখা দেয়। অবৈধ দখল, গৃহনির্মাণ ও মাটি উত্তোলন চক্রের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়। নাম প্রকাশে অপারগতা প্রকাশ করে গুচ্ছগ্রামের লোকজন বলেন, ৩০ পরিবারের সমন্বয়ে আনুষ্ঠানিক বৈঠক শেষে গতকাল দুপুরে অবৈধ গৃহনির্মাণ এবং মাটি খনন ও উত্তোলন বিষয়ে উপজেলা প্রশাসনকে অবহিত করা হয়েছে। অভিযোগের সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার এসএম আতাউল গণি বলেন, ৩০ পরিবারের নিরাপত্তা ও অবৈধ দখলদার উচ্ছেদ এবং সরকারি মাটি খননকারীদের বিরুদ্ধে অবশ্যই আইনি পদক্ষেপ গ্রহণ করা হবে। সরকারি মাটি উত্তোলন, পুকুরখনন এবং গৃহ নির্মাণকারীদের কোনো প্রকার ছাড় দেয়া হবে না।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status