বাংলারজমিন

চট্টগ্রামে পুড়লো বিএনপি নেতার ফার্নিচার শো-রুম

চট্টগ্রাম প্রতিনিধি

২০ ফেব্রুয়ারি ২০১৮, মঙ্গলবার, ৯:০৮ পূর্বাহ্ন

চট্টগ্রামে এবার আগুনে পুড়েছে বিএনপি নেতার ফার্নিচার শো-রুম। রোববার দিনগত রাত ১০টায় নগরীর পাহাড়তলী থানার একে খান এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
অগ্নিকাণ্ডে শো-রুমের প্রায় ৩ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন বিএনপি নেতা নুরুল আকবর কাজল। তিনি নগরীর পাহাড়তলী থানা বিএনপি’র সভাপতি। শো-রুমে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ তোলেন তিনি। তবে স্থানীয়দের অনেকে বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুন লাগার কথা প্রচার করছেন। যদিও আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতি সম্পর্কে এখনো মুখ খোলেননি ফায়ার সার্ভিস।    
এর একদিন আগে শুক্রবার সকালে একে খান থেকে মাত্র ২০০ মিটার দুরে সিটি গেইট এলাকায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৮টি ফার্নিচার শো-রুম, ৭০টিরও বেশি বসতঘর এবং ডাচ্‌-বাংলা ব্যাংকের একটি বুথ পুড়ে যায়। এতে ক্ষতি হয় ৪০ কোটি টাকার উপরে।  এই অগ্নিকাণ্ডও স্থানীয় কতিপয় প্রভাবশালী লাগিয়ে দিয়েছে বলে অভিযোগ তোলেন ক্ষতিগ্রস্তরা। প্রায় দুইঘণ্টা চেষ্টার পর ফায়ার সার্ভিস ওই আগুন নিয়ন্ত্রণে আনলেও অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির বিষয়টিও খোলাসা করেননি। চট্টগ্রাম আগ্রাবাদ ফায়ার সার্ভিসের সহকারী উপ-রিচালক পূর্ণচন্দ্র মুৎসুদ্দী বলেন, রোববার দিনগত রাতে নগরীর একে খান মোড়ের আল আমিন হাসপাতাল থেকে কিছুটা দূরে অবস্থিত নুরুল আকবর কাজলের মালিকানাধীন মেলোডিয়ান নামক ফার্নিচারের শো-রুমে আগুন লাগার খবর পায়। এরপর আগ্রাবাদ, বন্দর ও নন্দনকানন ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের ১১টি গাড়ি ঘটনাস্থলে গিয়ে দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।
তিনি বলেন, ফার্নিচার শো-রুমটি বিশাল। প্রায় ৪০ শতক জমির উপর নির্মিত। এতে কি পরিমাণ ফার্নিচার ছিল এবং ক্ষয়ক্ষতি কত হতে পারে তা এখনো নিরুপণ করা সম্ভব হয়নি। আগুন লাগার কারণও নিশ্চিত হওয়া যায়নি বলে জানান সহকারী উপপরিচালক পূর্ণচন্দ্র মূৎসদ্দী। নুরুল আকবরের ভগ্নিপতি আবদুল মাবুদ বলেন, রবিবার দিনগত রাত ১০টার দিকে আগুনের সুত্রপাত ঘটে। এ সময় শো-রুম বন্ধ ছিল। এ অবস্থায় কিভাবে আগুন লাগল-তা আমরা বুঝতে পারছি না। ধারণা করা হচ্ছে কেউ আগুন লাগিয়ে দিয়েছে। যারা লাগিয়েছে তারা বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লাগার কথা প্রচার করছেন বলে জানান আবদুল মাবুদ।
তিনি বলেন, শো-রুমে প্রায় তিন কোটি টাকার ফার্নিচার ছিল। সব পুড়ে গেছে। ৮০ ভাগ পুড়ে যাওয়ার পর ফায়ার সার্ভিস এসেছে। স্থানীয় লোকজন আগুন নেভানোর চেষ্টা করলেও পুলিশ জনতাকে সরিয়ে দিতে লাঠিচার্জ করেছে। আবদুল মাবুদ অভিযোগ করেন, স্থানীয় কতিপয় প্রভাবশালী সড়ক পাশের সরকারি জমি দখলের জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চালাচ্ছে। কিন্তু সরকারি জমির পেছনে নিজস্ব জমিতে ফার্নিচার শো-রুম থাকায় দখল করতে পারছিল না। একই অভিযোগ তোলেন সিটি গেইট এলাকায় পুড়ে যাওয়া ফার্নিচার শো-রুম ও বসতঘরের মালিক- ব্যবসায়ীরাও।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status