বাংলারজমিন

চাঁদপুরে ৯ শতাধিক স্কুলে নেই শহীদ মিনার

মোরশেদ আলম, চাঁদপুর থেকে

২০ ফেব্রুয়ারি ২০১৮, মঙ্গলবার, ৯:০৫ পূর্বাহ্ন

চাঁদপুরে ৯ শতাধিক প্রাথমিক বিদ্যালয়ে শহীদ মিনার নেই। এতে করে ৯ শতাধিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের শহীদ মিনারবিহীন আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপন করতে হচ্ছে। প্রতিবছরই শহীদ দিবসে ওই বিদ্যালয়গুলোর শিক্ষার্থীদের  শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে অন্যত্র যেতে হয়। জেলায় মোট ১১৫৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৯৯৪টি বিদ্যালয়েই নেই ভাষা শহীদদের স্মৃতিস্তম্ভ ‘শহীদ মিনার’। এতে করে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস উদযাপনে শিক্ষার্থীদের যেতে হয় দূর দূরান্তে। বিদ্যালয় প্রাঙ্গণে শহীদ মিনার না থাকায় বাংলা ভাষার ইতিহাস ও ভাষা আন্দোলন-সংগ্রাম সম্পর্কে ছাত্রছাত্রীদের পাঠদানে বেগ পেতে হয় শিক্ষকদের। এতে করে বাংলা ভাষার সৃষ্টির ইতিহাস অজানাই রয়ে যাচ্ছে ভবিষ্যৎ প্রজন্মের কাছে। বিদ্যালয়ে শহীদ মিনার না থাকায় ছাত্রছাত্রীরা ভাষা শহীদদের যথাযথভাবে সম্মান জানাতে পারে না বলে জানায় শিক্ষার্থীরা। এমনকি ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে অনেক বিদ্যালয়ের দেয়ালে আঁকা হয়েছে শহীদ মিনার। বিদ্যালয়গুলোতে স্থায়ীভাবে শহীদ মিনার না থাকায় ভবিষ্যৎ প্রজন্ম বাংলা ভাষার জন্যে যারা প্রাণ দিয়েছে তাদের ইতিহাস সম্পর্কে জ্ঞান লাভ করতে পারছে না। বাংলা ভাষার ইতিহাস সম্পর্কে শিশুদের জানাতে বিদ্যালয়গুলোতে শহীদ মিনার স্থাপনের দাবি জানালেন শিক্ষকবৃন্দ। চাঁদপুর ৬নং আদর্শ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইসমত আরা সাফি বন্যা বলেন, বিদ্যালয়ে শহীদ মিনার থাকলে বাচ্চাদের জন্যে ভাষা শহীদদের ইতিহাস সম্পর্কে জানা আরো সহজ হবে। সরকার যদি বিদ্যালয়গুলোতে শহীদ মিনার স্থাপন করে তবে ভবিষ্যৎ প্রজন্ম আরো বেশি মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হবে। চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, আট উপজেলায় মোট সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে ১১৫৫টি। তার মধ্যে ৯৯৪টি বিদ্যালয়ে নেই কোনো শহীদ মিনার। এরমধ্যে হাইমচর উপজেলার ৭২টি বিদ্যালয়ের কোনোটিতেই নেই ভাষা শহীদদের স্মৃতিস্তম্ভ শহীদ মিনার। এ ছাড়া চাঁদপুর সদর উপজেলার ১৭২টি বিদ্যালয়ের মধ্যে ১৬১টি, কচুয়া উপজেলার ১৭১টি বিদ্যালয়ের মধ্যে ১৩১টি, হাজীগঞ্জ উপজেলার ১৫৭টি বিদ্যালয়ের মধ্যে ১৩০টি, শাহরাস্তি উপজেলার ১০১টি বিদ্যালয়ের মধ্যে ৭৩টি, ফরিদগঞ্জ উপজেলার ১৮৯টি বিদ্যালয়ের মধ্যে ১৬২টি, মতলব দক্ষিণ উপজেলার ১১৩টি বিদ্যালয়ের মধ্যে ১১১টি এবং মতলব উত্তর উপজেলার ১৮০টি বিদ্যালয়ের মধ্যে ১৫৯টি প্রাথমিক বিদ্যালয়েই নেই শহীদ মিনার।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status