এক্সক্লুসিভ

পাঁচশ’বিঘা খালের ব্রিজটি এখন মরণফাঁদ

তালতলী (বরগুনা) থেকে সংবাদদাতা

২০ ফেব্রুয়ারি ২০১৮, মঙ্গলবার, ৯:০৫ পূর্বাহ্ন

তালতলী উপজেলার পাঁচশবিঘা খালের উপর নির্মিত শানুর বাজার ব্রিজটি এখন মরণফাঁদে পরিণত হয়েছে। এতে চরম দুর্ভোগ পোহাচ্ছে ওই এলাকার ২০ হাজার মানুষ। যেকোনো সময় ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা।
জানা গেছে, উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল বিভাগ ২০১০ সালে পাঁচশবিঘা খালের ওপর শানুর বাজারসংলগ্ন আয়রন ব্রিজ নির্মাণ করে। কাজ নিম্নমানের হওয়ায় নির্মাণের চার বছরের মাথায় ব্রিজের পাটাতনের ঢালাই উঠে রড বের হয়ে গেছে। ব্রিজের লোহার ভিম ও রেলিং ভেঙে খসে পড়ছে। স্থানীয় লোকজন ব্রিজের উপরে কাঠের পাটাতন দিয়ে চলাচল করছে। এ ব্রিজ পার হয়ে ওই এলাকার বেহেলা, হরিণবাড়িয়া, গেন্ডামারা, পাঁচশবিঘা, নিউপাড়া, নাথকান্দা, ঝাড়াখালী, আলীরবন্দর ও শানুর বাজারের ২০-২৫ হাজার মানুষ চলাচল করে। এ ছাড়া বেহালা মাধ্যমিক বিদ্যালয়, বেহালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, দক্ষিণ বেহেলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, কড়াইবাড়িয়া দারুসুন্নাত দাখিল মাদরাসা ও গেন্ডামারা বালিকা দাখিল মাদরাসার সহস্রাধিক শিক্ষার্থী ওই ব্রিজ পার হয়ে যেতে হয়। দীর্ঘদিন ব্রিজটি বেহাল। ঝুঁকিপূর্ণ এ ব্রিজ দিয়ে মানুষ ও গাড়ি পারাপার হতে সমস্যা হচ্ছে।
ওই এলাকার রেজাউল ইসলাম, শ্যামল দেবনাথ, অজিত দেবনাথ জানান, এই ব্রিজটির কারণে এই দুই গ্রামের ২০ হাজার মানুষ চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। ব্রিজটি দ্রুত নির্মাণের দাবি জানাই। শানুর বাজারের প্রতিষ্ঠাতা মো. শানু হাওলাদার জানান, একটি ব্রিজের কারণে হুমকির মুখে পড়েছে বাজারটি। গাড়িতে বহন করে কৃষকরা ওই ব্রিজ পার হয়ে বাজারে কৃষিপণ্য নিয়ে আসতে সমস্যা হয়। ব্রিজটি দ্রুত নির্মাণ করে বাজারটি রক্ষা ও এলাকার ২০ হাজার মানুষের দুর্ভোগ লাঘবের দাবি জানাই। তালতলী উপজেলা প্রকৌশলী এস এম তৈয়বুর রহমান জানান জনগুরুত্বপূর্ণ এ ব্রিজটি দীর্ঘদিন বেহাল পড়ে আছে। এ ব্রিজটি আইআরআইডিপি প্রজেক্টের অধীনে প্রকল্প দেয়া হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status