এক্সক্লুসিভ

৫০ হাজার মানুষের ভরসা ঝুঁকিপূর্ণ সাঁকো

এম এ মাজিদ, চলনবিল (সিরাজগঞ্জ) থেকে

২০ ফেব্রুয়ারি ২০১৮, মঙ্গলবার, ৯:০৪ পূর্বাহ্ন

গুরুদাসপুর উপজেলার আত্রাই নদীর সাবগাড়ী হাটবাজার পয়েন্টে দিয়ে প্রতিদিন প্রায় ৫০ হাজার মানুষের যাতায়াত। স্থানীয়দের চলাচলের সুবিধার্থে একটি সেতু নির্মাণের দাবি বহুদিনের। কিন্তু সেতু নির্মাণ না হওয়ায় নদী পারাপার এখন একমাত্র অবলম্বন একটি দুর্বল ঝুঁকিপূর্ণ দীর্ঘ বাঁশের সেতু। ঘাটটি ডাক হওয়ার পর আত্রাই নদীর ওপর সেতুটি নির্মাণ করেছেন স্থানীয় খোকন মাঝি নামের এক ব্যক্তি। সেতুতে পারাপারের জন্য টোল বাবদ দিতে হচ্ছে ফসল অথবা টাকা। নাটোরের গুরুদাসপুর উপজেলার বিয়াঘাট ইউনিয়নের সাবগাড়ি আদর্শ বাজারসংলগ্ন আত্রাই নদীর ওপর ওই বাঁশের সেতুর অবস্থান। বর্ষায় নৌকা আর শুষ্ক মৌসুমে বাঁশের সেতুতে ঝুঁকি নিয়ে চলাচল করে স্কুল-কলেজপড়ুয়া শিক্ষার্থীসহ আশপাশের ১৫ গ্রামের প্রায় ৫০ হাজার মানুষ। স্বাধীনতার পর থেকে একটি ব্রিজ নির্মাণের দাবি উপেক্ষিত থেকেই গেছে। স্থানীয় এলাকাবাসী জানান, আত্রাই নদীর পূর্ব ও পশ্চিম-দক্ষিণ দুই পাড় মিলে বিয়াঘাট, সাবগাড়ি, বিলদহর ও জ্ঞানদা নগর গ্রামছাড়াও মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও সাবগাড়ী হাট রয়েছে। আত্রাই নদীর দুই পাড়ের প্রায় ৫০ হাজার মানুষ ওই বাঁশের সেতুর ওপর প্রত্যক্ষ ও পরক্ষভাবে নির্ভরশীল। ওই নদী পার হয়ে দুই পাড়ের মানুষ এসব প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ রক্ষা করে। এছাড়া পূর্ব পাড়ের মানুষের জেলা শহরসহ বিভিন্ন এলাকার সঙ্গে যোগাযোগ রক্ষাকারী মাধ্যমও এটি। তাছাড়া ইরি-বোরো রবিশস্য আবাদ শুরু হওয়ায় পারাপারে চাপ বাড়ছে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, নদীটির এপার ওপারজুড়ে বাঁশের সেতুটি নির্মাণ করা হয়েছে। মাঝামাঝি পর্যায়ে খানিক জায়গা রেখে সেখানে নৌকা রাখা হয়েছে। ফসলাদি নিয়ে মানুষ ঝুঁকি নিয়েই পারাপার হচ্ছেন। স্থানীয় খোকন মাঝি নামের এক ব্যক্তি খেয়াঘাটটি ইজারা নিয়েছেন। সেতুতে পার হতে স্থানীয় বাসিন্দাদের ক্ষেত্রে সদস্য অনুপাতে আধা মণ থেকে ১ মণ হারে ধান নেওয়া হয়। এছাড়া দূরদূরান্ত থেকে থেকে আসা পথচারীদের ক্ষেত্রে বাইসাইকেল ২ টাকা, মোটরসাইকেল ৫ টাকা ও মানুষ পারাপারের ক্ষেত্রে ৫ টাকা করে নেওয়া হয়।
খোকন মাঝি জানান, ভরা বর্ষায় নৌকায় মানুষ পারাপার করা হয়েছে। এখন পানি কমে যাওয়ায় গ্রামবাসীর কাছ থেকে চাঁদা তুলে ১ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে ২৫০ মিটারের বাঁশের সেতুটি নির্মাণ করেছেন তিনি। তবে সেতু পারাপারে টোল বাবদ মানুষের জন্য ২ টাকা ও মোটরসাইকেল পরাপারের ক্ষেত্রে ৫ টাকা করে নেওয়া হচ্ছে। যারা বছর চুক্তি করেছেন তাদের কাছ থেকে টাকা নেওয়া হয় না।
সাবগাড়ী গ্রামের আতাব আলী বলেন, নদীর ওপর সেতু নাথাকায় পূর্ব পাড়ের বাসিন্দারা বেশি কষ্টে আছেন। কারণ মাধ্যমিক, উচ্চমাধ্যমিক পর্যায়ের কোনো বিদ্যালয় নেই। প্রতিনিয়ত ঝুঁকি নিয়ে নদী পার হয়ে শিক্ষার্থীরা স্কুল-কলেজে আসে। আবার মানুষ মারা গেলে দক্ষিণ পশ্চিমের মানুষদের দুর্ভোগ বাড়ে। তাছাড়া এখানকার মানুষের নিত্য কেনাকাটা, জমির ফসল উৎপাদন-বিক্রি ও দেশের অভ্যন্তরে যোগাযোগের একমাত্র মাধ্যম হয়ে উঠেছে ওই বাঁশের সেতু। একটি ব্রিজ নির্মাণ এই এলাকার মানুষের আর্থ-সমাজিক উন্নয়ন ঘটবে। বাঁশের সেতু পারপারের সময় কথা হয় সাবগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী, সোহেল, স্বপ্না, মরিয়ম, আঁখি ও শাপলা জানায়, বাঁশের সেতু পার হতে ভয় লাগে। তবুও বিদ্যালয়ে যাওয়ার জন্য ঝুঁকি নিয়েই পার হতে হয়। হাট-সাবগাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ওয়াছকুরুনী  বলেন, নদীটিতে সেতু না থাকায় বর্ষাকালে খেয়া নৌকা আর শুষ্ক মওসুমে বাঁশের সেতু দিয়ে ঝুঁকি নিয়ে শত শত ছাত্রছাত্রী পারাপার করে। বর্ষায় খেয়া নৌকা আর শুকনায় বাঁশের সেতুর ওপর ভর করে চলছে এসব গ্রামের মানুষের জীবনযাত্রা। নদীর পূর্ব পাড়ের বাসিন্দা রবিউল করিমের সাথে কথা হয় গতকাল। এসময় তার স্ত্রী রেখা বেগমও ছিলেন। কারন তিনি তার অন্তঃসত্ত্বা স্ত্রীকে বিলদহর চিকিৎসকের পরামর্শ নিয়ে বাড়ি ফিরছিলেন। বাঁশের সেতুতে উঠতেই তারা আতঙ্কিত হয়ে পড়েন। কারণ সেতুটি দুলছিল। তাদের মতো এমন দুর্ভোগ নিয়ে এই এলাকার হাজার হাজার মানুষ পারাপার হয়। স্থানীয় কৃষক শহিদুল ইসলাম জানান, নদীর পূর্ব পাশে বিস্তীর্ণ চলনবিল। ওই এলাকার মানুষ আত্রাই নদী পার হয়ে দেশের বিভিন্ন স্থানের সঙ্গে যোগাযোগ রক্ষা করেন। তাছাড়া কৃষকদের পণ্য পরিবহনেও বাড়ে অসহনীয় ভোগান্তি। বিশেষ করে ইরি-বোরো মওসুমে ধান বহনকারী গরু ও মহিশের গাড়ি পারাপারে দুর্ভোগ দেখা দেয়। তাছাড়া প্রসূতি ও অসুস্থরা সময়মতো চিকিৎসা সেবা না পাওয়ায় ক্ষতিগ্রস্ত হয়। বিয়াঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রভাষক মো. মোজাম্মেল হক বলেন, দেড় বছর আগে সাবগাড়ি বাজারে সেতুর দাবিতে একটি বৈঠক হয়েছিল। সেই বৈঠকের দাবি সংবলিত একটি কপি স্থানীয় সংসদ সদস্যকে দেওয়া হয়েছে।
স্থানীয় সংসদ সদস্য আব্দুল কুদ্দুস বলেন, এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ইতোমধ্যে সেতু নির্মাণ সংক্রান্ত বিষয়টি সরকারের উন্নয়ন প্রকল্পের অন্তর্ভুক্ত করা হয়েছে। এখন টেন্ডার প্রক্রিয়াধীন। খুব তাড়াতাড়ি এলাকার মানুষ আশার আলো দেখবেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status