বিনোদন

বিএমএফ-এর আহ্বানে শিল্পীদের আন্তরিক অংশগ্রহণ

স্টাফ রিপোর্টার

২০ ফেব্রুয়ারি ২০১৮, মঙ্গলবার, ৮:২২ পূর্বাহ্ন

পেশাদার যন্ত্রশিল্পীদের চিকিৎসা, শিক্ষা ও বাসস্থান নিশ্চিত করার লক্ষ্যে এবং বৈষম্যের শিকার থেকে রক্ষা করে আলোর পথ দেখাতে ২০১৫ সালের ১৮ই ফেব্রুয়ারি রাজধানীতে গঠিত হয় ‘বিএমএফ’ অর্থাৎ ‘বাংলাদেশ মিউজিসিয়ানস ফাউন্ডেশন’। এই ফাউন্ডেশনের সভাপতি গাজী আবদুল হাকিম, সহসভাপতি লাবু রহমান এবং সাধারণ সম্পাদক দেবু চৌধুরী। ফাউন্ডেশনটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে প্রতি বছরই বনভোজনের আয়োজন করা হয়ে থাকে। সেই ধারাবাহিকতায় এই নিয়ে তৃতীয়বারের মতো বনভোজনের আয়োজন করা হলো। বছরজুড়ে কণ্ঠশিল্পীদের সঙ্গেই নানান ধরনের অনুষ্ঠানে যন্ত্র বাজিয়ে শিল্পীদের পাশে থেকে সহযোগিতার হাত বাড়িয়ে দেন যন্ত্রশিল্পীরা। তাই তাদেরই আয়োজিত বনভোজনে বেশ আন্তরিকতা নিয়েই অংশগ্রহণ করেন কণ্ঠশিল্পীরা। গত ১৮ই ফেব্রুয়ারি আয়োজিত এই বনভোজনে যন্ত্রশিল্পীদের আহ্বানে সাড়া দিয়েছিলেন প্রখ্যাত সুরকার-সংগীত পরিচালক মইনুল ইসলাম খান, শিল্পী
তপন চৌধুরী, অ্যান্ড্রু কিশোর, ব্যান্ড তারকা লাবু রহমান, কনকচাঁপা, রবি চৌধুরী, ফকির শাহাবুদ্দিন, মনির খান, আঁখি আলমগীর, আসিফ, শরীফ রাজকুমার, সোহেল মেহেদী, অনুপমা মুক্তি, চম্পা বণিক, লুইপা, জুলিসহ আরো অনেকে। বিএমএফ-এর সাধারণ সম্পাদক দেবু চৌধুরী বলেন, বিশেষত কণ্ঠশিল্পীদের প্রতি আন্তরিক ধন্যবাদ। কারণ, তারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে বনভোজনে অংশগ্রহণ করেছেন। এদিকে এ বনভোজনে সকাল থেকে মধ্যাহ্নভোজ পর্যন্ত গল্প, আড্ডা, খাওয়া দাওয়া আর ছবি তোলায় সবাই ব্যস্ত থাকলেও বিকাল তিনটায় কেক কাটার মধ্য দিয়ে এক অন্যরকম যাত্রা শুরু হয় বিএমএফ-এর। তারপর উপস্থিত শিল্পীদের মধ্য থেকে ফকির শাহাবুদ্দিন, মনির খান, আসিফ আকবর, অনুপমা মুক্তি, সোহেল মেহেদী, জুলি শর্মিলী, সিদ্দিকসহ আরো বেশ ক’জন  সংগীত পরিবেশন করেন।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status