বিশ্বজমিন

রাশিয়ায় চার্চে গুলিতে নিহত ৫, আইএসের দায় স্বীকার

মানবজমিন ডেস্ক

১৯ ফেব্রুয়ারি ২০১৮, সোমবার, ১:৩০ পূর্বাহ্ন

 রাশিয়ার দাগেস্তানে একটি চার্চে গুলি করে হত্যা করা হয়েছে কমপক্ষে ৫ জনকে। রোববার এ ঘটনা ঘটেছে দাগেস্তানের কিজলিয়ার গ্রামে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। এতে বলা হয়, ওই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট। তবে এমন দাবির পক্ষে জঙ্গি এ সংগঠনটি কোনো তাৎক্ষণিক প্রমাণ দেয় নি। রাশিয়ার বার্তা সংস্থাগুলো বলেছে, স্থানীয় খ্রিস্টানরা ছুটি হিসেবে উদযাপন করেন মাসলেনিস্তা। সে উপলক্ষে তারা ওই চার্চে যাচ্ছিলেন। এ সময় তাদের ওপর গুলি চালায় ২২ বছর বয়সী এক যুবক। এ ঘটনায় তদন্ত করছে কমিটি। তাদেরকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা তাস। এতে বলা হয়, হামলাকারীকে গুলি করে হত্যা করেছে নিরাপত্তা রক্ষাকারীরা। হামলাকারীর কাছ থেকে উদ্ধার করা হয়েছে একটি রাইফেল, বুলেট ও ছুরি। প্রাথমিক তথ্যে জানা যাচ্ছে নিহত পাঁচ জনই হলেন নারী।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status