দেশ বিদেশ

জঙ্গি দমনে দৃষ্টান্ত স্থাপন করেছে বাংলাদেশ

সংসদ রিপোর্টার

১৯ ফেব্রুয়ারি ২০১৮, সোমবার, ৯:৫৭ পূর্বাহ্ন

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল জানিয়েছেন, বর্তমান বিশ্বে জঙ্গি একটি বৈশ্বিক সমস্যা। দেশের সমৃদ্ধি ও উন্নয়নে জঙ্গি অন্যতম অন্তরায়। তবে বর্তমান সরকার ক্ষমতায় আসার পর জঙ্গি দমনে জিরো টলারেন্স নীতির ভিত্তিতে কার্যকর পদক্ষেপ ও পরিকল্পনা গ্রহণ করে জঙ্গি দমনে সারা বিশ্বে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জঙ্গি সংগঠনের শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক জঙ্গি সদস্য গ্রেপ্তার এবং তাদের নেটওয়ার্ক ভেঙে দিতে সক্ষম হয়েছে। গতকাল রোববার জাতীয় সংসদ অধিবেশনে প্রশ্নোত্তরপর্বে তিনি এ তথ্য জানান। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এ সংক্রান্ত প্রশ্নটি উত্থাপন করেন সরকারদলীয় সদস্য মোয়াজ্জেম হোসেন। জবাবে মন্ত্রী আরো জানান, বিচ্ছিন্নভাবে পলাতক থাকা জঙ্গি সদস্যরা মাঝে মধ্যে নিজেদের সংগঠিত করার জন্য দুর্গম পাহাড়ি এলাকা ও দুর্গম চরাঞ্চলকে নিরাপদ ঘাঁটি ভেবে সেখানে জঙ্গি আস্তানা তৈরির চেষ্টা করতে পারে। কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে তাদের সে উদ্যোগ বা কৌশল সফল হতে পারেনি। জঙ্গি নির্মূলে আইনশৃৃঙ্খলা বাহিনী সর্বদা তৎপর রয়েছে। সরকারি দলের হাবিবুর রহমানের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ইতিপূর্বে জঙ্গি/ সন্ত্রাসী/ নাশকতামূলক/ ধ্বংসাত্মক কার্যকলাপের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ রয়েছে এমন ব্যক্তিদের কর্মকাণ্ড ও গতিবিধি সম্পর্কে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে। জঙ্গি ও সন্ত্রাসীসহ সকল অপরাধী কর্মকাণ্ড রোধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
বঙ্গবন্ধুর পলাতক খুনিদের ফিরিয়ে আনা হবে: ন্যাপের সংসদ সদস্য মিসেস আমেনা আহমেদের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বঙ্গবন্ধুর পলাতক খুনিরা যাতে অন্য কোনো দেশের নাগরিকত্ব গ্রহণ করতে না পারে (যেমন যুক্তরাষ্ট্র, কানাডা ইত্যাদি) সেজন্য সংশ্লিষ্ট দেশসমূহকে অনুরোধ করা হয়েছে। অন্য পলাতক আসামিদের অবস্থান শনাক্ত করে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারি করা হয়েছে। তিনি আরো জানান, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের মধ্যে খন্দকার আবদুর রশিদের মালিকানাধীন সোয়া এক একর ভূমি বাজেয়াপ্ত করে খাস খতিয়ানভুক্ত করা হয়েছে। এছাড়া কানাডায় অবস্থানরত খুনি নূর চৌধুরী এবং যুক্তরাষ্ট্রে বসবাসরত মেজর (অব.) আবু মোহাম্মদ রাশেদ চৌধুরীকে কানাডা ও যুক্তরাষ্ট্র থেকে ফেরত আনার লক্ষ্যে নিয়োগকৃত ল’ ফার্মের কার্যক্রম অব্যাহত রয়েছে।
ছিনতাইকারী ধরতে পুলিশের গোপন ফাঁদ: সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতনের অপর এক প্রশ্নের জবাবে আসাদুজ্জামান খান কামাল জানান, ঢাকা মেট্রোপলিটন এলাকায় ছিনতাই প্রতিরোধে ও জনসাধারণের নিরবচ্ছিন্ন চলাচল নিশ্চিত করতে ব্যাপক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এর মধ্যে ফাঁদ পাতা পদ্ধতি অবলম্বন করা হচ্ছে। ছিনতাইয়ের সম্ভাব্য সময় যেমন- সন্ধ্যা ও ভোররাতে পুলিশ সদস্যগণকে সিভিল পোশাকে সতর্কতার সঙ্গে মূল্যবান দ্রব্যসামগ্রী (ল্যাপটপ, ক্যামেরা, দামি মোবাইল ফোন ইত্যাদি) দিয়ে রিকশায় ঘোরাঘুরি করে ছিনতাইকারীদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। তিনি জানান, চোরাই মালামাল ক্রয়-বিক্রয়ের স্থান শনাক্ত করাসহ ছিনতাইকারী আটকের জন্য গোয়েন্দা নিয়োজিত করা হয়েছে। ডিএমপি এলাকায় ছিনতাইকারীদের তালিকা প্রস্তুতপূর্বক বিশেষ গুপ্তচর নিয়োগের মাধ্যমে তাদের গ্রেপ্তারপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
পরিচয় ছাড়া পুলিশের পোশাক বিক্রি নয়: সরকারদলীয় সদস্য নিজাম উদ্দিন হাজারীর প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, আইন প্রয়োগকারী সংস্থার সত্যিকার পরিচয় ব্যতিত পুলিশ ও র‌্যাবের পোশাক, হ্যান্ডকাফ, বেল্ট ও জুতা অবাধে বিক্রি বন্ধে সরকারের কঠোর ব্যবস্থা গ্রহণের কার্যক্রম অব্যাহত রয়েছে। পুলিশ ও অন্যান্য বাহিনীর ব্যবহৃত পোশাক সামগ্রী, র‌্যাংক, ব্যাজ, হ্যান্ডকাফসহ অন্যান্য সামগ্রীর অপব্যবহার রোধে পরিবীক্ষণের জন্য বিভিন্ন কমিটি গঠন করা হয়েছে।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status