খেলা

বাজার চড়া ফুটবলারদের

স্পোর্টস রিপোর্টার

১৯ ফেব্রুয়ারি ২০১৮, সোমবার, ৯:৫৩ পূর্বাহ্ন

সবেমাত্র মৌসুম শেষ হয়েছে। এখনো ফুটবলারদের সঙ্গে অনেক ক্লাবের চুক্তি শেষ হয়নি। চুক্তি শেষ না হলে কি হবে এরইমধ্যে বিভিন্ন ক্লাবের সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছেন ফুটবলাররা। অনেকে পাকা কথাও দিয়েছেন। নিয়ে নিয়েছেন অগ্রিম টাকা। গুঞ্জন রয়েছে পেশাদার লীগের নতুন ক্লাব বসুন্ধরা কিংস তারুণ্য নির্ভর দলও গড়েছে এরিমধ্যে। আবু সুফিয়ান সুফিল ছাড়া বাকিদের রেখে দল গড়ছে স্বাধীনতা কাপ চ্যাম্পিয়ন আরামবাগ ক্রীড়া সংঘ। পুরনোদের উপর আস্থা রেখে বিদেশি কোটা বাড়ানোর তাগিদ দিয়েছে শেখ জামাল, শেখ রাসেল ও সাইফ স্পোর্টিং ক্লাব। চট্টগ্রাম আবাহনীও শক্তিশালী দল গড়ার চেষ্টা করছে।
আগামী লীগ কবে শুরু হবে নির্দিষ্ট করে কিছু ঠিক হয়নি। বাফুফের ইচ্ছা জুলাইয়ে দলবদল শেষ করে আগস্টে ফেডারেশন কাপ দিয়ে মৌসুম করা। যদিও কিছু ক্লাব চুক্তি শেষের এ কাগুজে হিসাবের ধার ধারে না। বসে নেই দলবদলের তারিখ ঘোষণার জন্যও। গোপনে গোপনে অন্য ক্লাবের ফুটবলারদের সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছেন তারা। ক্লাবগুলোর আগ্রহে ফুটবলাররাও মূল্য হাঁকাচ্ছেন ইচ্ছে মতো। যারা গত মৌসুমে পেয়েছেন ৮-১০ লাখ, ক্লাবগুলোর অতি আগ্রহে এরাই দাম হাঁকাচ্ছেন ৩০-৪০ লাখ। এবার প্রিমিয়ারের নতুন দল বসুন্ধরা কিংস। ‘টাকা কোনো সমস্যা না’ এই স্লোগান নিয়ে অভিষেকেই শিরোপা জিততে চায় ক্লাবটি। ইতোমধ্যে লীগের সেরা পারফরমার চট্টগ্রাম আবাহনীর তৌহিদুল ইসলাম সবুজ, সুশান্ত ত্রিপুরা, সাইফ স্পোর্টিংয়ের জুয়েল রানা, আল আমিন, আরামবাগের আবু সুফিয়ান সুফিলের সঙ্গে পাকা হয়েছে ক্লাবটির। ভালো দেশি ফুটবলারের সঙ্গে উন্নতমানের বিদেশির দিকেও ঝুঁকছে বসুন্ধরা কিংস। মারুফুল হককে না পেয়ে শেষ পর্যন্ত বিদেশি কোচিং স্টাফ নিয়োগ দিতে পারে দলটি। বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগে তারা নিজস্ব হোম ভেন্যু বানাতে চেয়েছিল রংপুরকে। কিন্তু ঢাকার ক্লাবগুলোর আপত্তিতে তা সফল হয়নি। তবে আগামী বাংলাদেশ প্রিমিয়ার লীগে বসুন্ধরা কিংস রংপুরকেই হোম ভেন্যু বানাবে।
ভালো দল গড়েও দশ মৌসুম ধরে শিরোপা জিততে পারছে না চট্টগ্রাম আবাহনী। গত লীগে রানার্সআপ। আর এবার তৃতীয়। তাদেরও লক্ষ্য আগামীবার শক্তিশালী দল গড়া। জুলফিকার মাহমুদ মিন্টুকেই কোচ হিসেবে রেখে দিয়ে পুরনোদের সঙ্গে কথা বলা শুরু করে দিয়েছেন ক্লাবটির কর্মকর্তারা। শেষ পর্যন্ত যাদেরকে পাওয়া যায়, তাদের ধরে রেখে নতুনদের নিয়ে দল গড়া।
স্বাধীনতা কাপ জিতে হইচই ফেলে দেয়া আরামবাগ তাদের সর্বশেষ দলের ৯০ শতাংশ খেলোয়াড়কে রেখে দিয়েছেন বলে জানিয়েছেন ক্লাব সভাপতি এ কে এম মোমিনুল হক সাঈদ। অবশ্য তার অভিযোগ কিছু করপোরেট অফিসের দল ফুটবলে আসায় তাদের মতো মাঝারি ও ছোট সারির দলের পক্ষে অনেক খেলোয়াড়কেই নেয়া সম্ভব নয়। আফসোসের সুরে বলেন, গতবার যাদের চার-পাঁচ লাখ টাকায় নিয়েছি এবার তারা দাবি করছে ৩০-৩৫ লাখ টাকা।
এখনো পেশাদার লীগের শিরোপার স্বাদ না পাওয়া মোহামেডান নামেনি দল গঠনে। টানা দু’বারের লীগ চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী এবার হ্যাটট্রিক শিরোপার সামনে। তারা এখন ব্যস্ত এএফসি কাপ নিয়ে। তারাও পুরনোদের উপরই আস্থা রাখবে বলে ধারণা করা যাচ্ছে। সাইফ স্পোর্টিংও নেমেছে নতুনভাবে দল গঠনে। পুরনোদের ধরে রেখে বিদেশি কোটা বাড়ানো জন্য বাফুফেতে চিঠি দিয়েছে শেখ জামাল, শেখ রাসেল ও বসুন্ধরা কিংস। এই চিঠির প্রেক্ষিতে মনে হচ্ছে এবার তিন বিদেশি খেলতে পারেন একসঙ্গে।
পেশাদার লীগ কমিটির সভাপতির চেয়ারম্যান সালাম মুর্শেদী এমনই ইঙ্গিত দিয়েছেন। ‘আসলে লীগে যেসব ক্লাব অংশ নিচ্ছে, তারাই দাবি করছে বিদেশিদের কোটা বাড়াতে। তাদের দাবির প্রেক্ষিতে হয়তো এবার বিদেশি কোটা বাড়তে পারে। অন্য মহাদেশের দুই বিদেশির সঙ্গে এশিয়ান কোটায় একজন থাকতে পারেন আসন্ন লীগে। এ নিয়মেই এএফসি কাপে খেলছে বাংলাদেশি ক্লাবগুলো’- বলেন তিনি।
কয়েকজনের সম্ভাব্য দাম
তৌহিদ সবুজ: ৬০ লাখ (গত মৌসুমে ৩০ লাখ)
জুয়েল রানা: ৪০-৪৫ লাখ (গত মৌসুমে ৩০ লাখ)
সুশান্ত ত্রিপুরা: ৩০ লাখ (গত মৌসুমে ১০ লাখ)
সুফিয়ান সুফিল: ৩০ লাখ (গত মৌসুমে ৬ লাখ)
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status