খেলা

আগে ব্যাটিংয়েও সমান দাপট

স্পোর্টস ডেস্ক

১৯ ফেব্রুয়ারি ২০১৮, সোমবার, ৯:৫১ পূর্বাহ্ন

আরো একবার দিশাহারা বোলিং নৈপুণ্য দেখালো টাইগাররা। সঙ্গে যোগ হলো ক্যাচ মিসের মাসুল। এতে ইনিংস শেষে বাংলাদেশের নাম উঠলো নেতিবাচক রেকর্ডে। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে গতকাল ২১০/৪ সংগ্রহ নিয়ে ইনিংস শেষ করে শ্রীলঙ্কা। টি-টোয়েন্টিতে বাংলাদেশের বিপক্ষে দলীয় দ্বিতীয় সর্বোচ্চ রানের রেকর্ড এটি। এমন শীর্ষ রেকর্ডটি রচিত হয় মাত্রই তিন মাস আগে। ২০১৭ সালের ২৯শে অক্টোবর পচেফস্ট্রমে বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ছিল ২২৪/৪। গতকাল সিলেট বিভাগীয় স্টেডিয়ামে ফিল্ডিংকালে টাইগাররা পরিষ্কার সুযোগ নষ্ট করেন তিনবার। আর নখদন্তহীন বোলিংয়ে ওভার প্রতি ১০-এর নিচে রান দেন কেবল দুইজন খেলোয়াড়। ৪ ওভারের স্পেলে ৩৯ রানে এক উইকেট নেন পেসার মোস্তাফিজুর রহমান। আর ৪ ওভারের স্পেলে উইকেট শূন্য নাজমুল ইসলাম অপু দেন ২৮ রান। ইনিংসের শেষ ১৮ বলে ৪৯ রান দেন টাইগার বোলাররা।
অথচ শুরুটা ভালো হতে পারতো বাংলাদেশের। লঙ্কানদের ইনিংসে দ্বিতীয় ওভারের পঞ্চম বলে গুনাতিলাকাকে স্টাম্পিংয়ের সুযোগ নষ্ট করেন উইকেটরক্ষক মুশফিকুর রহিম। এরপর চতুর্থ ওভারের শেষ বলে মিড অফে গুনাতিলাকার ক্যাচ ফেলে দেন তামিম ইকবাল। দুবারই বোলার ছিলেন নাজমুল ইসলাম অপু। আগের ম্যাচে অভিষেকে দুই উইকেট নেন টাইগারদের এ বাঁ-হাতি স্পিনার। গতকাল গুনাতিলাকাকে আরো একবার ‘জীবন’ দেন মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যক্তিগত ৩০ রানে মোহাম্মদ সাইফুদ্দিনের ডেলিভারিতে গুনাতিলাকার দেয়া ক্যাচ লুফে নিতে ব্যর্থ হন টাইগারদের অধিনায়ক।  
১০ ম্যাচে টি-টোয়েন্টি ক্যারিয়ারে দ্বিতীয় অর্ধশতক হাঁকালেন কুসাল মেন্ডিস। বাংলাদেশের বিপক্ষে সিরিজে টানা দ্বিতীয় টি-টোয়েন্টিতে অর্ধশতকের কৃতিত্ব কুসাল মেন্ডিসের।  গতকাল আরো ভয়ঙ্কর হয়ে ওঠার আগে লঙ্কান এ ওপেনারকে সাজঘরে ফেরান মোস্তাফিজুর রহমান। মেহেদী হাসানের হাতে ক্যাচ দেয়ার আগে ৭০ রানের ইনিংসে মেন্ডিস হাঁকান আধাডজন চার ও তিনটি ছক্কা। প্রথম টি-টোয়েন্টিতে ম্যাচসেরা মেন্ডিসের ব্যাট থেকে এসেছিল ৫৩ রান।  থিসারা পেরেরাকে সাজঘরের পথ দেখান বাংলাদেশের অভিষিক্ত পেসার আবু জায়েদ রাহী। গতকাল ১৭ বলে ৩১ রান করেন থিসারা।  তবে ইনিংসের শেষ ২৪ বলে ৫২ রান দেন বাংলাদেশের বোলাররা। গতকাল দানুশকা গুনাতিলাকার ক্যাচ নেন তামিম ইকবালই। ১১তম ওভারের শেষ বলে স্লো মিডিয়াম পেসার সৌম্য সরকারের ডেলভারিতে সীমানা দড়ির কাছে ক্যাচ নেন তামিম। এতে ভাঙে শ্রীলঙ্কার ৯৮ রানের ওপেনিং জুটি। ৩৭ বলে ৪২ রানের ইনিংসে গুনাতিলাকা হাঁকান ৫টি চার ও দুটি ছক্কা।  বাঁ-হাতি স্পিনার নাজমুল ইসলাম অপুর ডেলিভারিতে দলীয় ৩৯ রানে লঙ্কান ওপেনার দানুশকা গুনাতিলাকার ক্যাচ ফেলেন তামিম ইকবাল। আর পরের ওভারের প্রথম বলে মোস্তাফিজুর রহমানকে চার হাঁকান গুনাতিলাকা। উড়ন্ত সূচনায় পাওয়ার প্লে’র ছয় ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ পৌঁছে ৬৩/০-তে।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে গতকাল চার পরিবর্তন নিয়ে একাদশ সাজায় বাংলাদেশ। এতে টি-টোয়েন্টি অভিষেক হয় আবু জায়েদ রাহী ও মেহেদী হাসানের। এতে বাদ পড়েন পেসার রুবেল হোসেন ও সাব্বির রহমান। দলে আফিফ হোসেনের জায়গায় সুযোগ নেন মোহাম্মদ মিঠুন। ইনজুরির কারণে প্রথম টি-টোয়েন্টির বাইরে ছিলে ওপেনার তামিম ইকবাল। তামিমের প্রত্যাবর্তনে জায়গা ছাড়তে হয় জাকির হাসানকে। সিরিজের দ্বিতীয় ও শেষ টি-টোয়েন্টিতে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং বেছে  নেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। প্রথম টি-টোয়েন্টিতে নিজেদের রেকর্ড পুঁজি নিয়েও হার দেখেছিল টাইগাররা। মিরপুর শেরে বাংলা মাঠে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক। আর ইনিংস শেষে বাংলাদেশের সংগ্রহ পৌঁছে ১৯৩/৫-এ। টি-টোয়েন্টিতে এটি বাংলাদেশের সর্বোচ্চ দলীয় সংগ্রহ।  আগের রেকর্ডে ২০১২তে বেলফাস্টে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের সংগ্রহ ছিল ১৯০/৫। জবাবে ২০ বল হাতে রেখে টার্গেট পার করে লঙ্কানরা। টি-টোয়েন্টিতে সবচেয়ে বড় রান তাড়া করে জয়ের রেকর্ড এটি লঙ্কানদেরও।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status