খেলা

ওজনিয়াকির ‘শিক্ষা’ কেভিতোভার ফেরা

স্পোর্টস ডেস্ক

১৯ ফেব্রুয়ারি ২০১৮, সোমবার, ৯:৫০ পূর্বাহ্ন

র‌্যাকেট হাতে চমক দেখালেন আলোচিত টেনিস তারকা পেত্রা কেভিতোভা। দুই টেনিস সুন্দরীর লড়াই শেষে হাসি মুখে কোর্ট ছাড়লেন এ চেক তারকা। শনিবার কাতার ওপেনে বিশ্বের এক নম্বর খেলোয়াড় ক্যারোলিন ওজনিয়াকির বিপক্ষে জয় নিয়ে ফাইনালে পৌঁছেন পেত্রা কেভিতোভা। দোহায় সেমিফাইনালে প্রথম সেটে ৩-৬ গেমে হার দেখেন কেভিতোভা। পরের দুই সেটে কেভিতোভা জয় পান ৭-৬ (৭-৩) ও ৭-৫ গেমে। দুইবারের উইম্বলডন শিরোপাজয়ী পেত্রা কেভিতোভার এটি টানা ১২তম জয়। কাতার ওপেনের ফাইনালে কেভিতোভার লড়াই স্প্যানিয়ার্ড তারকা গারবিনে মুগুরুজার সঙ্গে। ইনজুরির কারণে শনিবার আসরের অপর সেমিফাইনাল থেকে সরে দাঁড়ান সিমোনা হালেপ। ২০১৬তে চেক প্রজাতন্ত্রের নিজ বাড়িতে আততায়ীর ছুরিকাঘাতে আহত হন বাঁ-হাতি টেনিস খেলোয়াড় পেত্রা কেভিতোভা। তার বাম হাতে অস্ত্রোপচার শেষে টানা ৬ মাস খেলার বাইরে কাটাতে হয় তাকে। দুই সপ্তাহ আগে সেইন্ট পিটার্সবার্গ আসরের শিরোপা জেতেন ২৭ বছর বয়সী কেভিতোভা। আর কাতার ওপেনে শীর্ষ ১০-এর তিন খেলোয়াড়কে হারিয়ে ফাইনালে পৌঁছেন তিনি।  ২০১১ ও ২০১৪’র উইম্বলডন চ্যাম্পিয়ন পেত্রা কেভিতোভা দোহায় জয় শেষে বলেন, আমি জানি না কী হলো। আমার মন কিছুটা উতলা ছিল এবং আমি আমার খেলাটা খেলে যাচ্ছিলাম।
৩০ মিলিয়ন ডলার ওমেন
জয় থেকে অল্পই দূরে ছিলেন ক্যারোলিন ওজনিয়াকি। কিন্তু কেভিতোভার লড়াকু টেনিসের কাছে ম্যাচ শেষে হার দেখেন তিনি। দ্বিতীয় সেটের টাইব্রেকে এক পর্যায়ে ৩-১এ এগিয়ে ছিলেন ওজনিয়াকি। পরে টানা ৬ পয়েন্ট খুইয়ে সেট হাতছাড়া করে তিনি। আর ম্যাচ গড়ায় তৃতীয় সেটে। গত মাসে অস্ট্রেলিয়ান ওপেনের শিরোপা জেতেন ডেনিশ তারকা ক্যারোলিন ওজনিয়াকি। এতে রুমানিয়ার সিমোনা হালেপকে সরিয়ে মহিলা একক র‌্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছেন এ ডেনিশ টেনিস সুন্দরী। সর্বশেষ অকল্যান্ড ওপেনেরও ফাইনালের গৌরব কুড়ান তিনি। এতে ওজনিয়াকির ক্যারিয়ার প্রাইজমানির অঙ্কটা পৌঁছে ৩০ মিলিয়ন ডলারে। মহিলা টেনিসে ৩০ মিলিয়ন ডলার আয় করা মাত্র চতুর্থ খেলোয়াড় তিনি। এ তালিকায় রয়েছেন কেবল যুক্তরাষ্ট্রের সেরেনা উইলিয়ামস, ভেনাস উইলিয়ামস ও রুশ তারকা মারিয়া শারাপোভা। দোহায় কেভিতোভার কাছে হার শেষে ২৭ বছর বয়সী ক্যারোলিন ওজনিয়াকি বলেন, আমার মনে হয় আমরা দুজনেই ভালো খেলেছি। এ থেকে আমি অনেক শিখলাম। আমাকে শিখতে হবে, একই ভুল যেন আর না হয়।
   
Logo
প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী
জেনিথ টাওয়ার, ৪০ কাওরান বাজার, ঢাকা-১২১৫ এবং মিডিয়া প্রিন্টার্স ১৪৯-১৫০ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮ থেকে
মাহবুবা চৌধুরী কর্তৃক সম্পাদিত ও প্রকাশিত।
ফোন : ৫৫০-১১৭১০-৩ ফ্যাক্স : ৮১২৮৩১৩, ৫৫০১৩৪০০
ই-মেইল: [email protected]
Copyright © 2024
All rights reserved www.mzamin.com
DMCA.com Protection Status